Bangla News Dunia, Pallab : LIC হল ভারত সরকারের অন্যতম সেরা বীমা সংস্থা। দেশের সাধারণ জনগণের কথা মাথায় রেখে এই বিমা সংস্থাটি একাধিক সময় নতুন নতুন প্রকল্পের সূচনা করেছেন। তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হল SSIP পলিসি, এর সম্পূর্ণ নাম হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট ইনস্যুরেন্স প্ল্যান। যার মাধ্যমে ন্যূনতম ৪০০০ টাকা থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।
এই বিনিয়োগকারী টাকা তিন গুণেরও বেশি সুদ সমেত ফেরত দেয়া হবে। সরকারি ট্যাক্স এর উপরেও বিশেষ ছাড় প্রদান করা হয়েছে। LIC যেহেতু ভারত সরকারেরই অধীনে রয়েছে, তাই আর্থিক অনিশ্চয়তার কোন আশঙ্কা নেই। বর্তমানে এই প্রকল্পটি ভারতবর্ষে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তাই আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। নিম্নে LIC SSIP পলিসি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
LIC SSIP পলিসি:
LIC SSIP পলিসিটির সম্পূর্ণ নাম হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট ইনস্যুরেন্স প্ল্যান। এটি এলআইসি তথা লাইফ ইন্সুরেন্স কোম্পানির একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা। এই প্রকল্পে গ্রাহকেরা ২১ বছর পর্যন্ত চালু রাখতে পারবেন। গ্রাহকেরা চাইলে মাসিক, ত্রিমাসিক, অর্ধবার্ষিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে পারবেন। এই প্রকল্পে মাসিক ৪,০০০ টাকা থেকে শুরু করে বার্ষিক ৪০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।যদি গ্রাহকেরা মাসিক ৪,০০০ টাকা করে জমা করেন, তাহলে ২১ বছরে তার মোট বিনিয়োগ হবে ১০,০৮,০০০ টাকা। পলিসি মেয়াদ সম্পূর্ণ হলে গ্রাহককে মোট ৩৫,০০,০০০ টাকা ফেরত পাবেন।
LIC SSIP পলিসির সুবিধা:
LIC সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট ইনস্যুরেন্স প্ল্যানে অংশগ্রহণকারী ব্যক্তিদের একাধিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে। পলিসির সুবিধাগুলো নিম্নে একে একে উল্লেখ করা হলো।
- প্রকল্পে অংশগ্রহণকারী ব্যক্তিদের উচ্চ রিটার্ন প্রদান করা হবে, এলআইসি তরফ থেকে প্রকল্পে অংশ গ্রহণকারি ব্যক্তিদের বিনিয়োগের তিনগুণ অর্থ ফেরতের দেওয়া হবে।
- প্রকল্পে অংশগ্রহণকারী ব্যক্তিদের বিনিয়োগের টাকা জমা দেওয়ার কোন জটিলতা নেই, ব্যক্তিরা চাইলে মাসিক, ত্রৈমাসিক বা অর্ধবার্ষিক যেকোনো পদ্ধতিতে অর্থ জমা দিতে পারবেন।
- আয়কর ধারার অধীনে প্রকল্পে অংশগ্রহণ কারীদের বিনিয়োগের উপর ট্যাক্সে ছাড় এর সুবিধা প্রদান করা হবে।
- এছাড়াও পলিসি চলাকালীন, পলিসি হোল্ডারের কোনো দুর্ঘটনার ক্ষেত্রে বীমা কভারেজ পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি:
অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারী এল আই সির অফিসিয়াল ওয়েবসাইট সাহায্য নিতে হবে। এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করে অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন চলাকালীন আবেদনকারীর নাম ঠিকানা সহ পরিচয় পত্র বিস্তারিত প্রদান করতে হবে। এছাড়াও আবেদনকারীরা চাইলে আপনাদের নিকটবর্তী এলআইসি এজেন্টের সাহায্য নিতে পারেন। এলআইসি এজেন্টরা আবেদনের সুব্যবস্থা প্রদান করবেন।