Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা ভালো কাজের সন্ধান পাওয়া বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকেই নিজস্ব কিছু ব্যবসা খোলার চেষ্টা করছেন। কিন্তু ঠিক কিসের ব্যবসা করলে ভালো হয় সেটা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। তাই আজ আপনাদের জন্য রইল এমন একটি ব্যবসার খোঁজ (Business Idea) যেটা খুব কম খরচেই শুরু করা যাবে আর আয়ও হবে বেশ ভালো।
আরও পড়ুন:– স্টক মার্কেট লিস্টিংয়েই ২৫% দাম বাড়ল, এই সংস্থার শেয়ার দিতে পারে বড় রিটার্ন
কম খরচে ব্যবসা শুরুর আইডিয়া
সময়ের সাথে টেকনোলজি উন্নত হয়েছে, বর্তমানে কাজের সুবিধার জন্য একাধিক AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গিয়েছে। Chat GPT থেকে শুরু করে Google Gemini, Grok এর মত AI মডেলগুলি কাজ অনেকটাই সহজ করে তুলেছে। যার ফলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি এগুলির ব্যবহার শুরু করেছে। এখানেই তৈরী হয়েছে নতুন ব্যবসার সুযোগ। আপনি অল্প খরচে বাড়ি থেকেই একটি AI ষ্টুডিও চালু করতে পারেন। যেখানে ২-৩টি কম্পিউটার থেকেই কাজ শুরু করে দেওয়া যাবে। প্রচুর কোম্পানি AI এর কাজ আউটসোর্স করানো শুরু করেছে তাদের সাথে পার্টনারশিপ করে ভালো আয় করা যেতে পারে।
স্টুডেন্টরাও শুরু করতে পারবে এই ব্যবসা
এই ব্যবসা শুরু করার জন্য যে এক্সপিরিয়েন্সের প্রয়োজন তাও নয়। কলেজে পড়ুয়ারাও দিব্যি AI Studio চালু করতে পারেন। কারণ এই ধরণের কাজের জন্য চটপটে ইয়াং মানসিকতার ছেলে মেয়েদেরই বেশি প্রয়োজন। এতে সহজেই AI কে কাজে লাগিয়ে নিত্য নতুন আইডিয়াকে বাস্তবিক কাজে অ্যাপ্লাই করা যাবে। ২ থেকে ৩ জনের একটা ছোট্ট টিম তৈরী করে নিতে পারলেই হবে। ইতিমধ্যেই অনেক আইটি ছাত্রছাত্রীরা ফ্রিল্যান্সিং হিসাবে এই ধরণের কাজ শুরুও করেছে।
অবসরপ্রাপ্তদের জন্য ইউনিক ব্যবসার আইডিয়া
আপনি যদি নিজের কর্মজীবন থেকেই অবসর নিয়ে থাকেন তবে এখনও নিজেকে কাজের মধ্যে রাখতে চান তাহলেও এই ধরণের ব্যবসা শুরু করে নেওয়া যেতে পারে। আপনি একটি ছোট্ট কোম্পানি খুলে তাতে অল্প সংখ্যক কিছু লোক নিয়োগ করে ক্লায়েন্ট খুঁজতে শুরু করুন। ক্লায়েন্ট পেলে তাদের চাহিদা অনুযায়ী প্রজেক্ট ডেলিভারি করতে পারলেই ভালো আয় করা সম্ভব।
আরও পড়ুন:– বেড়ালের রহস্যমৃত্যুতে হলো ময়নাতদন্ত, জানুন বিস্তারিত
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025