Bangla News Dunia , Pallab : বাংলাদেশে হিন্দু নিধন প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন – মোদীর সরকার কি আঙুল চুষছে? কোথায় ৫৬ ইঞ্চি? আর এবার বিজেপির প্রাক্তন সাংসদ তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বললেন, ‘আমরা শুধু ২০০২ গুজরাটের মোদীরে ফিরে পেতে চাই।’ যা নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। শুরু হয়েছে বিতর্ক। এই নিয়ে তথাগত রায়ের পোস্টের নীচে এক ব্যক্তি প্রশ্ন করেন, ‘আপনি কী বলছেন? ২০০২ সালের গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার জন্যে মোদী দায়ী ছিলেন?’ এর জবাবে আবার তথাত রায় লেখেন, ‘না। শুধু মোদীর ‘নিউটনের তৃতীয় গতিসূত্রের’ পুনরাবৃত্তি চাই।
আরো পড়ুন :- আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা
উল্লেখ্য, তথাগত রায়ের যে পোস্ট নিয়ে এত বিতর্ক, তাতে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর অমানবিক নিপীড়নের মুখে ভারতের নীরবতায় আমাদের যন্ত্রণা আমি বুঝতে পারি। আমি নিজেই ব্যথিত। কিন্তু মোদীজির বিকল্প কী? রাহুলবাবা? সুলতানা মমতা?
আমরা শুধু গুজরাট ২০০২-এর মোদীকে ফিরে পেতে চাই।’ এই পোস্টে আবার এক বাংলাদেশি কমেন্ট করেছেন, ‘এই পোস্টটা সব জায়গায় ছড়িয়ে দেওয়া উচিত। বাংলাদেশিরা যে কীসের সঙ্গে লড়াই করছে, তা এর থেকে স্পষ্ট। এই হল ভারতীয় ডানপন্থীদের মানসিকতা।’ #Short News
আরো পড়ুন :- ভারতের একমাত্র রাজ্য যা ৩ দেশ দিয়ে ঘেরা! জনসংখ্যা ৯১ মিলিয়ন