২০১৫-এর পর থেকে বন্ধ টেট পরীক্ষা ! হাইকোর্টের নির্দেশে এবার কি হবে টেট পরীক্ষা ?

By Bangla news dunia Desk

Published on:

nabanna-mamata-DA

 

Bangla News Dunia, দীনেশ :- রাজ্যে প্রতিবছর উচ্চ প্রাথমিকে টেট পরীক্ষা কেন হচ্ছে না? NCTE-এর নির্দেশিকা থাকা সত্ত্বেও কেন এই নিয়ম প্রতিবার লঙ্ঘিত হচ্ছে তা নিয়ে কলকাতা হাইকোর্ট এবার বড় নির্দেশ দিল। বিচারপতির সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। মামলাটি দায়ের করেছিলেন দক্ষিণ ২৪ পরগনার সৌমেন সরকার সহ আরো পাঁচজন। 

মামলাকারীর দাবি ছিল NCTE-এর গাইডলাইন অনুযায়ী প্রতিবছর টেট পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। কিন্তু পশ্চিমবঙ্গের শেষবার উচ্চ প্রাথমিকে টেট পরীক্ষা হয়েছিল ২০১৫ সালে। দীর্ঘ ৯ বছরের পেরিয়ে যাওয়া সত্ত্বেও আর কোন টেট পরীক্ষা হয়নি। 

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

 

মামলাকারীদের অভিযোগ 

মামলাকারীরা আদালতে জানান, তারা প্রত্যেকেই টেট পরীক্ষার জন্য যোগ্য, কিন্তু রাজ্যে নিয়মিত টেট পরীক্ষা না হওয়ায় তারা সরকারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। নিয়ম অনুযায়ী টেট সার্টিফিকেট থাকলে প্রার্থীরা অন্যান্য রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। 

কিন্তু টেট পরীক্ষা না হওয়ায় সেই সুযোগে তারা পাচ্ছেন না। তারা আরো অভিযোগ করেন NCTE-এর গাইডলাইন থাকা সত্ত্বেও রাজ্যে প্রতিবছর টেট পরীক্ষা হচ্ছে না।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

স্কুল সার্ভিস কমিশনের যুক্তি 

অন্যদিকে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয় নিয়োগ প্রক্রিয়ায় অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই টেট পরীক্ষা নেওয়া হয় এবং ২০১৫ সালের পরীক্ষার ভিত্তিতে এখনো নিয়োগ চলছে। 

তাই এই ৯ বছর টেট পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগে নতুন টেট পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলেই জানিয়েছে কমিশন। 

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

হাইকোর্টের নির্দেশ 

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য চার সপ্তাহের মধ্যে গোটা বিষয়টি হলফনামা করার নির্দেশ জারি করেছেন স্কুল সার্ভিস কমিশনকে। 

মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্যের আইনজীবীরা একাধিক প্রশ্ন তুলেছেন। পরবর্তী শুনানিতে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে কলকাতা হাইকোর্ট।

 

উদ্বিগ্ন চাকরিপ্রার্থীরা 

রাজ্যে দীর্ঘদিন টেট পরীক্ষা না হওয়ায় হাজার হাজার চাকরিপ্রার্থী তাঁদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষকতা পেশাকে তারা একমাত্র পথ হিসেবে বেছে নিত। 

কিন্তু সেই টেট পরীক্ষা বন্ধ হওয়ায় সেই পথ বন্ধ হয়ে গেছে। তাই তারা মানসিক চাপে রয়েছেন। NCTE-এর নির্দেশিকা মেনে ভবিষ্যতে রাজ্য কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন