Bangla News Dunia, দীনেশ :- আমরা বছরের প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে। এবার আমরা ফিরে দেখব ২০২৪ সালে সবচেয়ে আলোচিত এবং ট্রেন্ডিং বিষয়গুলি। গুগল প্রতিবছর বছরের শেষে একটি তালিকা প্রকাশ করে, যেখানে দেখা যায় কোন বিষয়গুলি বা ব্যক্তিরা সার্চ ট্রেন্ডে শীর্ষে ছিল।
২০২৪ সালেও ভারতীয়রা গুগলে নানা রকম বিষয় সার্চ করেছেন, যা তাদের কৌতূহল এবং আগ্রহের প্রতিফলন। এক নজরে দেখে নেওয়া যাক ২০২৪ সালের গুগলে সার্চ করা ট্রেন্ডিং ১০ টি টপিক।
২০২৪-এর শীর্ষ সার্চ: খেলাধুলার জয়জয়কার
২০২৪ সালে ভারতীয়দের গুগল সার্চে রাজনীতি নয়, বরং খেলাধুলার অবস্থান শীর্ষে ছিল।
১. আইপিএল (IPL)
২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়ের তালিকায় প্রথম স্থান দখল করে রেখেছে আইপিএল। ম্যাচের ফলাফল, ক্রিকেটারদের পারফরমেন্স এবং টিম রিপোর্ট নিয়ে মানুষের মধ্যে প্রবল আগ্রহ দেখা গেছে।
আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?
২. টি২০ বিশ্বকাপ
Google search-এর দ্বিতীয় স্থানে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০০৭ সালের পর ২০২৪ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্বিতীয় বারের মতো জয়লাভ করেছে। তবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের ঘোষণা দেশবাসীর আবেগে গভীর প্রভাব ফেলেছে।
৩. প্যারিস অলিম্পিক
ভারতের ক্রিড়াক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল প্যারিস অলিম্পিক।নীরজ চোপড়ার জ্যাভেলিনে রুপো, মনু ভাকেরের শুটিংয়ে ব্রোঞ্জ, এবং হকি দলের রুপো জয় ভারতীয়দের গর্বিত করেছে, যা গুগল সার্চের তৃতীয় স্থানে রয়েছে।
রাজনীতি এবং নির্বাচন
গুগল সার্চের পরবর্তী বিষয় হচ্ছে রাজনীতি এবং নির্বাচন। এই বিষয়গুলিতেও মানুষের মধ্যে প্রবল আগ্রহ দেখা গেছে।
আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না
৪. ভারতীয় জনতা পার্টি (BJP)
লোকসভা নির্বাচনে বিজেপির সাফল্য নিয়ে ব্যাপক সার্চ হয়েছে গুগলে। কোন রাজ্যে বিজেপির ফলাফল কেমন হয়েছে তা নিয়ে দেশজুড়ে ব্যাপক আগ্রহ ছিল।
৫. লোকসভা নির্বাচনের ফলাফল
সার্বিক লোকসভা নির্বাচনের ফলাফল এবং দলের পারফরমেন্স নিয়ে বহু মানুষ গুগলে সার্চ করেছে, যা একটি ট্রেন্ডিং টপিক হিসেবে উঠে এসেছে।
৬. কংগ্রেস
লোকসভা নির্বাচনে ৯৯ টি আসনে জয়লাভ করে কংগ্রেসও দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। যা গুগল সার্চের ছয় নম্বর স্থানে উঠে এসেছে।
আবহাওয়া এবং অন্যান্য বিষয়
এছাড়াও গুগল সার্চের ট্রেন্ডে আবহাওয়া এবং অন্যান্য কিছু বিষয় ছিল। যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-
৭. অত্যাধিক গরমের কারণ
বিশ্ব উষ্ণায়নের প্রভাব এবং অত্যাধিক গরম কেন পড়ছে তা নিয়ে লক্ষ লক্ষ ভারতীয় গুগলে সার্চ করেছেন এবং তথ্য খুঁজেছেন।
৮. রতন টাটা
২০২৪ সালে ভারতীরা সবচেয়ে বেশি সার্চ করেছেন প্রয়াত রতন টাটাকে নিয়ে। শিল্পপতি রতন টাটার জীবন ও কৃতিত্ব নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় উঠে গিয়েছিল। তার প্রয়াণের পর সবথেকে বেশি তাকে নিয়ে গুগলে সার্চ হয়েছে।
৯. প্রো কবাডি লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগ
ভারতের ঘরোয়া খেলাগুলির মধ্যে প্রো কবাডি লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে সার্চ ট্রেন্ডে ছিল।
২০২৪ সালে ভারতীয়দের গুগল সার্চে খেলাধুলা, রাজনীতি এবং সামাজিক বিষয়গুলি শীর্ষে ছিল। একদিকে যেমন ক্রিকেট এবং অলিম্পিকের সাফল্য ভারতীয়দের গর্বিত করেছে, তেমনি রতন টাটার প্রয়াণ দেশবাসীর হৃদয় ছুঁয়েছে।
Indian Army SSC Officer Recruitment 2025: A Gateway for Engineering Graduateshttps://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
Railway TTE Recruitment 2025: All You Need to Knowhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF Constable Recruitment 2025: Application, Eligibility, and Selection Detailshttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025