Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৪ সালের বিদায় ঘণ্টা বাজার প্রস্তুতি চলছে চারদিকে। সেই হিসাব কষেই বুঝি শীতটাও আস্তে আস্তে তার শক্তি বাড়াচ্ছে। তা বাড়াক গিয়ে, শীতকালেই তো বেড়ানোর মজা সবচেয়ে বেশি। এখন সবাই আগামী বছর মানে ২০২৫-এর বেড়ানোর প্ল্যানে ব্যস্ত। তা আসছে বছর লোকে কোথায় সবচেয়ে বেশি বেড়াতে যেতে পারেন জানেন? ভাবছেন হয়তো কী ভাবে জানা যাবে। খুব সহজ। এ বছরের গুগল সার্চে যে জায়গাগুলি সবচেয়ে বেশি দেখা হয়েছে সেখানেই বেড়াতে যেতে পারেন পর্যটকরা। তা সেটা একবার জেনে নিলে আপনারও হয়তো পরের বছরের বেড়ানোর প্ল্যানটা ছকে ফেলতে সুবিধা হবে।
মানালি
পকেট এবং ছুটি দুটোই ভর্তি থাকলে ঘুরে আসতে পারেন মানালি। ঠান্ডা আবহাওয়ায় বন্ধুবান্ধবের সঙ্গে এখানে ফূর্তি করার আনন্দই আলাদা। মানালির অপূর্ব সুন্দর পাহাড় এবং জঙ্গলের কোনও তুলনা হয় না। মানালিতে সারা বছরই বেড়াতে যাওয়া যায়। পরিবার কিংবা ভালোবাসার মানুষটিকে নিয়ে এখানে এসে অনেকেই সময় কাটান। তবে বন্ধুবান্ধবদের সঙ্গে হইচই করে মানালিতে প্যারাগ্লাইডিং, র্যাপেলিং, রিভার রাফটিং, কোয়াড বাইকিং, ট্রেকিং, ওয়াইল্ড লাইফ স্পটিং করার মজাই আলাদা। পাহাড় ছাড়াও এখানকার মূল আকর্ষণগুলির মধ্যে রয়েছে হিড়িম্বা দেবী মন্দির, রহস্যময় ভৃগু হ্রদ এবং হাম্পতা পাসের দুঃসাহসিক ট্রেক। অ্যাডভেঞ্চারের সেরা জায়গা সোলাং ভ্যালি এবং রোটাং পাস।
আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন
জয়পুর
গুগল সার্চে জয়পুর শহরে বেড়াতে যাওয়ার প্ল্যান বারবার চেক করেছেন পর্যটকরা। রাজস্থানের এই ‘গোলাপি শহর’ তার রাজকীয় প্রাসাদ, দুর্গ এবং সংস্কৃতির জন্য বিশ্ব বিখ্যাত। এখানকার হাওয়া মহল এবং আমের বা অম্বর ফোর্টের মতো আইকনিক সাইটগুলি ইতিহাসে আগ্রহীদের কাছে বেশ আকর্ষণীয়। মাওতা হ্রদের পিছনে পাথুরে পাহাড়ের চূড়ায় জয়পুর শহরের প্রাসাদ আমের বা অম্বর দুর্গতে বাস করতেন রাজা মান সিং। বিশালাকার এই কেল্লায় ভারতীয় এবং ইসলাম শৈলীর একই সঙ্গে অবস্থান বিস্মিত করে। পাহাড়ের উপরে দুর্গ দেখতে পায়ে হেঁটে, গাড়িতে বা হাতিতে চড়ে উঠতে পারেন। দুর্গের ভিতরে রয়েছে জালের চক, শিলাদেবী মন্দির, দিওয়ান-ই-আম, সুখ নিবাস, জয় মন্দির সহ বহু দর্শনীয় জিনিস। পাবেন বহু তাক লাগানো স্থাপত্য, ভাস্কর্যও। বেড়ানো ছাড়াও কেনাকাটা এবং খাবারের জন্যও জয়পুরের দারুণ নাম আছে।
অযোধ্যা
রাম মন্দির হওয়ার পর থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা সম্পর্কে পর্যটকদের আগ্রহ বেড়ে গেছে। তীর্থযাত্রীরা তো বটেই, ইতিহাসে আগ্রহীরাও এখানে গিয়ে ভিড় জমান। রাম মন্দির, হনুমান গড়ি, রামকোট, তুলসী স্মারক ভবন, রাম কি পেয়ারি ইত্যাদি এখানকার প্রধান আকর্ষণীয় স্থান।
আরো পড়ুন:- পশ্চিমবঙ্গে শুরু চাকরির মেলা। নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ, কবে কোথায়, জেনে নিন
কাশ্মীর
আশা করি কাশ্মীর সম্পর্কে আলাদা করে কিছু বলার দরকার নেই। একে বিশ্বের সবচেয়ে সুন্দর স্থান বললেও ভুল বলা হবে না। শ্রীনগরের হাউজ়বোটে থেকে কাশ্মীর ঘুরুন। ঘুরে আসুন গুলমার্গ, সোনমার্গ, পহেলগাম, অনন্ত নাগ, ডাল লেক ইত্যাদি জায়গা থেকে। শীতকালে কাশ্মীর গেলে বরফ পাবেনই পাবেন। ডাল লেক থেকে লেহ পর্যন্ত অ্যাডভেঞ্চার ট্রেইল কিন্তু এখান সেরা আকর্ষণগুলির মধ্যে একটি।
দক্ষিণ গোয়া
ভ্রমণপ্রেমীদের কাছে গোয়া সবসময়ই প্রিয় জায়গা। জমজমাট বা নির্জন উভয় ধরনের সমুদ্র সৈকতই এখানে মিলবে। গোয়ার নাইট লাইফের তো জবাব নেই। উত্তরের থেকে দক্ষিণ গোয়া অনেকটাই শান্ত। তাই যাঁরা নিরিবিলিতে আনন্দ করতে চান তাঁরা দক্ষিণ গোয়া থেকে ঘুরে আসতে পারেন। পালোলেম এবং আগোন্ডার মতো অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত রয়েছে এখানে। চারদিকে বিছিয়ে আছে নারকেল গাছের সারি। আর পাবেন পর্তুগিজ আমলের বহু ঐতিহাসিক স্থাপত্য।
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024