Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রাখতে চাইছে বলে জানালেন সে দেশের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ়-জ়ামান। এই সম্পর্ক হতে হবে ‘ন্যায্যতার ভিত্তিতে’ বলেও জানান তিনি। সেনাপ্রধান জানিয়েছেন, দুই দেশের মধ্যে ‘একটা দেওয়া–নেওয়ার সম্পর্ক’ আছে। সেটা মেনে নিয়ে দু’দেশের সম্পর্ক এগিয়ে নিতে যেতে হবে।
‘প্রথম আলো’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই কথা জানান সেনাপ্রধান। সে সঙ্গেই তিনি জানান, সুষ্ঠ নির্বাচন করা এবং সেখানে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সাহায্য করবে সেনা। সেখানে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য একটি শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
আগেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছেন। বাংলাদেশে গিয়ে, দু’দেশের স্বার্থ বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ‘পারস্পরিক স্বার্থ’ বজায় রেখে এই সম্পর্ক রাখার কথা জানিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-ও।
আরও পড়ুন:– R.G কর মেডিকেল কলেজে নতুন করে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি – দেখেনিন বিস্তারিত
এ বার একই কথা বললেন বাংলাদেশের সেনাপ্রধান। ওই সাক্ষাৎকারে ভারতের সঙ্গে তাঁদের সম্পর্ক কেমন হবে তা জানিয়েছেন তিনি। তাঁরা চিকিৎসা-সহ অনেক বিষয়েই ভারতের উপর নির্ভরশীল বলেও জানান সেনাপ্রধান। হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। সেখানে এখনও স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ইউনূস সরকারকে বার্তা দিয়েছে ভারত। এই প্রসঙ্গ টেনেই সেনাপ্রধান বলেন, ‘বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। এটা একটা দেওয়া–নেওয়ার সম্পর্ক।’
তাঁর দাবি, ন্যায্যতার ভিত্তিতে ভারতকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। তিনি বলেন, ‘এই দেশের মানুষ যেন কোনওভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী।’ সেই সঙ্গেই তাঁদের ‘কৌশলগত স্বার্থের পরিপন্থী হয়’ এমন কিছু তাঁরা করবেন না বলেও জানান তিনি। ভারতের কাছে একই রকম ব্যবহার তাঁরা প্রত্যাশা করেন বলেও জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান।
গত বছর , জুলাই মাসে ছাত্রজনতার আন্দোলন শুরুর পর থেকেই ‘মাঠে’ আছে বাংলাদেশের সেনাবাহিনী। কিন্তু সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আইনশৃঙ্খলা ভেঙে পড়ায় এখনও বাংলাদেশে ‘মব জাস্টিস’ হচ্ছে । সেটা মেনে নিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান। এটা খুবই ক্ষতিকর এবং বন্ধ করা জরুরি বলেও জানান তিনি। সেনাপ্রধান জানান, তাঁরা সেখানের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সাহায্য করছেন। সেদিন ফিরে আসতে বলা হবে সে দিনই সেনাবাহিনী ‘সেনানিবাসে’ ফিরে আসবে।
আরও পড়ুন:– 147টি ট্রেনের টাইম টেবিলে বদল আনছে পূর্ব রেল ! দেখে নিন নয়া টাইম টেবিল
আরও পড়ুন:– কলকাতায় উদ্ধার ক্যান্সার-সহ বিভিন্ন রোগের ‘ভেজাল ওষুধ’, ধৃত ১, শোরগোল
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025