Bangla News Dunia, Pallab : হাতে বাকি রয়েছে আর মাত্র ২ দিন। তারপরেই ২০২৪ কে বিদায় জানিয়ে আগমন হতে চলেছে ২০২৫ এর। আর নতুন বছর পড়তে না পড়তেই একাধিক নিয়মের বড় পরিবর্তন হতে চলেছে। আর এবার সেই নিয়ম পরিবর্তনের তালিকার মধ্যে পড়ছে EPFO এর নিয়মও। নতুন বছরে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ EPFO চাকুরিজীবীদের স্বার্থে এমন কিছু সুবিধা দিতে চলেছে যা গ্রাহকদের সকলের মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
আরো পড়ুন:– আর নয় ওষুধ, চিকিৎসাবিজ্ঞানে এবার তাবিজেই হবে গর্ভনিরোধক ! ব্যাপারটা কি, জানুন
ATM থেকেই তোলা যাবে PF এর টাকা
সূত্রের খবর, বর্তমানে EPFO এর আইটি সিস্টেমকে উন্নত করার কাজে মনোনিবেশ করেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে EPFO-তে বড় ধরণের সংস্কার আসতে চলেছে। আর সেটি হল এখন ঠিকই ATM এর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন কর্মীরা। তার জন্য অবশ্য একটি কার্ড চালু করা হবে, যা সমস্ত EPFO এর গ্রাহকদের প্রদান করা হবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের গ্রাহকদের জন্য নতুন পরিষেবা চালু করার বিষয়ে ব্যাপক তৎপর কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।
অ্যাকাউন্টে টাকা জমার সীমা বাড়তে চলেছে!
তবে শুধু ATM নয়, এখন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত ই-ওয়ালেটের মাধ্যমেও সঞ্চয়ী আমানতের সরাসরি অ্যাক্সেসের বিষয়টি নিয়ে এই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও কর্মচারীরা তাদের মূল বেতনের ১২ শতাংশ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে রাখা হয়। এতদিন নিয়ম ছিল যে PF অ্যাকাউন্টে জমা করা টাকার পরিমাণ প্রতি মাসে ১৫ হাজার টাকার বেশি হওয়া উচিত নয়। কিন্তু, নতুন বছরে EPFO এর এই নয়া পরিবর্তনে সেই সীমা বাড়তে চলেছে।
পাশাপাশি কর্মীদের মূল বেতনের পরিবর্তে প্রকৃত বেতনের ওপর নজর রেখেই পিএফ-এ অবদানের সিদ্ধান্ত নিতে চলেছে। যার দরুন, কর্মীরা অবসর গ্রহণের সময়ের মধ্যে একটি বড় অঙ্ক অ্যাকাউন্টে জমা করতে সক্ষম হবেন। যা ভবিষ্যৎ এ বড় অঙ্কের পেনশন দেওয়া হবে।
করা যাবে ইক্যুইটিতে বিনিয়োগ
প্রসঙ্গত, নতুন বছরেই কেন্দ্রীয় সরকার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টধারীদের আরও একটি সুযোগ প্রদান করতে চলেছে। নতুন বছরে গ্রাহকরা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ছাড়াও ইক্যুইটিতে বিনিয়োগ করতে পারেন। এছাড়াও অনলাইনে আরও নানা সুযোগ সুবিধা নিয়ে আসতে চলেছে EPFO।
অনলাইনে হবে বেশীরভাগ কাজ
এছাড়াও EPFO তাঁদের ডিজিটাল প্লাটফর্মকে উন্নত করতে চলেছে। এর ফলে বেশীরভাগ কাজ অনলাইনে সম্ভব হবে এবং অ্যাকাউন্টধারীদের দাবি দ্রুত নিষ্পত্তি হবে।