২০২৫ কে স্বাগত জানিয়ে শুরু সেলিব্রেশন, জানুন এখনও পর্যন্ত কোন কোন দেশ নতুন বছরে পা রাখল ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- নতুন বছরকে বরণ শুরু হয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশে। দুপুর থেকেই পৃথিবীর নানা কোনার বাসিন্দারা ২০২৫ সালে পা রেখেছে। সেখানে শুরু হয়েছে উচ্ছ্বাসও। প্যাসিফিক আইল্যান্ড অফ টোঙ্গায় নতুন বছরকে স্বাগত জানিয়ে বাজি ফাটানো হয়। নিউজিল্যান্ডের এই এলাকাই প্রথম ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে সামোয়া ও কিরিমাটি দ্বীপেও মহাসমারোহে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে ইতিমধ্যেই। আতসবাজির রোশনাইয়ে ঢেকে যায় দেশের আকাশ।

আরো পড়ুন :- ২০২৪ সালে ভারতীয়রা গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করলেন ? একনজরে দেখে নিন তালিকা

ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে ৬ টা নাগাদ অস্ট্রেলিয়াও নতুন বছরে পদার্পণ করে। সিডনি হারবার ব্রিজে শুরু হয় সেলিব্রেশন। আতশবাজিতে ভরে ওঠে রাতের আকাশ। অস্ট্রেলিয়া, জাপানের পর দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া নতুন বছরকে বরণ করে নেয়। এছাড়াও চিন ফিলিপিন্স ও সিঙ্গাপুরেও নতুন বছরকে স্বাগত জানানো হয়। বাংলাদেশ ভারতীয় সময় সাড়ে ১১টা থেকে নতুন বছর পালন করবে। এরপর ভারত-নেপাল ও শ্রীলংকায়  ভারতীয় সময় ১২টা নাগাদ শুরু হবে বর্ষবরণ। সাড়ে বারোটায় নতুন বছরকে স্বাগত জানাবে প্রতিবেশী পাকিস্তান। এরপর একে একে জার্মানি, ফ্রান্স ইটালি, বেলজিয়াম, স্পেন, ব্রিটেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল নতুন বছরে পা দেবে।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

মহাদেশগুলি যেভাবে অবস্থিত সেই হিসেবে আগে-পরে হয় বর্ষবরণ। পূর্বদিকের দেশগুলোতে আগে পা রাখে নতুন বছর। পশ্চিমে সবচেয়ে পরে।  আমেরিকায় ভারতীয় সময় ১ জানুয়ারি সকালে বর্ষবরণে মাতবেন সেই দেশের মানুষ। আর সবচেয়ে শেষে মার্কিন যুক্তরাষ্ট্র সংলগ্ন বাকের দ্বীপপুঞ্জে পালিত হবে নববর্ষ। ভারতীয় সময় ১ জানুয়ারি বিকেল সাড়ে ৫টা নাগাদ নতুন বছরকে স্বাগত জানাবে ওই দ্বীপের বাসিন্দারা।

আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন