Bangla News Dunia, Pallab : হিন্দু ধর্মে প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমা তিথির (Tithi) এক বিশেষ মাহাত্ম্য এবং গুরুত্ব রয়েছে। তিথি মেনে বছরের প্রত্যেক মাসে একটি করে যেমন অমাবস্যা আসে ঠিক তেমনই প্রত্যেক মাসে একটি করে পূর্ণিমা আসে। সনাতন ধর্মে বলা হয় প্রতি পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান ও গরিবদের কিছু দান করলে জীবনে অনেক পুণ্য লাভ হয়। বিশ্বাস করা হয় যে প্রতি পূর্ণিমায় যদি নারায়ণ দেব এবং মা লক্ষ্মীর পূজা করা হয় তাহলে তাঁর জীবনে সুখ, সমৃদ্ধি উপচে পড়ে এবং দুঃখ দুর্দশা ও বিপদের বাধা কেটে যায়।
আগামী ১৩ জানুয়ারি শুরু হতে চলেছে কুম্ভ মেলা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহা সমারোহে ধুমধাম করে পালন করা হতে চলেছে এই মেলা। আর এই দিনেই দৃক পঞ্চাং অনুসারে, পৌষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি পড়েছে। এই দিনটি সাধু ও তপস্বীদের জন্য একটি বিশেষ উৎসব বটে। এই দিনে, অনেক সাধু ও সাধারণ মানুষ পবিত্র নদীতে স্নান করে এবং পুণ্য অর্জনের জন্য মহা ধ্যান করে। বেশ কয়েকটি পুরাণে উল্লেখ করা হয়েছে যে পৌষ মাসের পূর্ণিমা আত্মা জন্ম এবং মৃত্যুর এই চক্রাকার আবর্ত থেকে মুক্তির দিকে নিয়ে যায়। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক ২০২৫ এর পূর্ণিমা তিথি সম্পর্কে।
আরও পড়ুন:– মোবাইলে ভুয়ো ফোন বা মেসেজ এলে কী করা উচিত? জেনে নিন
পৌষ পূর্ণিমার সঠিক সময়
পঞ্জিকা অনুযায়ী পৌষ পূর্ণিমা তিথি পড়ছে আগামী ১৩ জানুয়ারি ২০২৫ বাংলার ২৮ পৌষ ১৪৩১ সোমবার। সেদিন ভোর ৫ টা ৩০ মিনিটে শুরু হবে পৌষ পূর্ণিমা তিথি। পরের দিন অর্থাৎ ১৪ জানুয়ারি বাংলায় ২৯ পৌষ ১৪৩১ মঙ্গলবার ভোর ৩টে ৫৬ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে। স্নান ও দানের সঠিক সময় ১৩ জানুয়ারি সকাল ৫টা ২৭ মিনিট থেকে ৬ টা ২১ মিনিট পর্যন্ত থাকবে। সত্যনারায়ণ পুজো হবে সকাল ৯ টা ৫৩ মিনিট থেকে সকাল ১১ টা ১১ মিনিট পর্যন্ত। এবং লক্ষ্মী পূজা হবে রাত ১২ টা ৩ মিনিট থেকে ১২ টা ৫৭ মিনিট পর্যন্ত।
পৌষ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য
পৌষ পূর্ণিমায় সূর্যোদয় থেকে উপবাস রাখার রীতি প্রচলিত রয়েছে। সন্ধেয় চাঁদ ওঠার পর পুজো সেরে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন ভক্তেরা। গোটা মাঘ মাস জুড়েই ধর্মপ্রাণ হিন্দুরা পূণ্য অর্জনের জন্য গঙ্গা বা যমুনা নদীতে স্নান করেন। পৌষ পূর্ণিমা থেকে এই স্নান শুরু হয়, যা চলে মাঘ পূর্ণিমা পর্যন্ত। এই সময় বারাণসীর দশাশ্বমেধ ঘাটে এবং প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ।
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025