২০২৫ সালের শেষে কতটা বাড়বে NIFTY50? কী রয়েছে নোমুরার রিপোর্টে?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন বছরের শুরু থেকে দেশের স্টক মার্কেটে অস্থিরতা দেখে লগ্নিকারীদের চিন্তা বেড়েছে। স্টক মার্কেটে লগ্নি করে গত বছরগুলির মতো রিটার্ন মিলবে কি না, এ প্রশ্নও ঘুরপাক খাচ্ছে খুচরো বিনিয়োগকারীদের একাংশের মধ্যে। গ্লোবাল ব্রোকারেজ সংস্থা নোমুরা সাম্প্রতিক যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে শেয়ার বাজার নিয়ে চিন্তা আরও বাড়তে পারে।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) দেশের শেয়ার মার্কেটের অন্যতম প্রধান স্টক এক্সচেঞ্জে। এই এক্সচেঞ্জের সূচক হলো নিফটি৫০। ২০২৫ সালে নিফটি কতটা বাড়তে পারে, সে সংক্রান্ত রিপোর্টই প্রকাশ করেছে নোমুরা। সেই রিপোর্টে জানানো হয়েছে, ২০২৫ সালে ডিসেম্বরের শেষে নিফটি থাকতে পারে ২৩ হাজার ৭৪৮ পয়েন্টের আশপাশে। অর্থাৎ, এ বছরের শেষেও নিফটি-র ২৪ হাজারের গণ্ডি পার করে যাওয়ার সম্ভাবনা কম। মঙ্গলবার বাজার বন্ধের পর নিফটি যেখানে ছিল তার থেকে মাত্র ২.৫ শতাংশ বাড়তে পারে। গত কয়েক বছরে নিফটির বৃদ্ধি ছিল অনেক বেশি। ২০২৪ সালে নিফটি বেড়েছে ৮.৭৫ শতাংশ। ২০২৩ সালে নিফটি বেড়েছে ১৯ শতাংশ। ২০২২ সালে বৃদ্ধি কমে সাড়ে ৪ চার শতাংশের নীচে নামলেও ২০২১ সালে তা ছিল ২৪ শতাংশের বেশি। ২০২০ সালেও নিফটি প্রায় ১৫ শতাংশের কাছাকাছি বেড়েছিল।

আরও পড়ুন:– ‘আইআইটি বাবা’ থেকে ‘রাবড়ি বাবা’, মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন এই বিচিত্র সাধুরা

নোমুরার রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বরের শেষে নিফটি পৌঁছতে পারে ২৩ হাজার ৭৪৮ পয়েন্টে। বাজারে বিয়ারিশ পরিস্থিতি থাকলে নিফটি নামতে পারে ২১ হাজার ৮৫৬ পয়েন্টে। আবার বাজারে বুলিশ ভাব ফিরলে নিফটি যেতে পারে ২৫ হাজার ৭১২ পয়েন্টে। নোমুরার মতে, ২০২৫ সালে নিফটির পারফরম্যান্স রেঞ্জ (-)৮ শতাংশ থেকে (+)৯ শতাংশের মধ্যেই থাকবে।

একাধিক কারণে নিফটি৫০-র গতি রুদ্ধ হতে পারে ২০২৫ সালে। এর মধ্যে সবথেকে বড় কারণ হতে পারে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা। বিশ্বের বিভিন্ন দেশের বাজারই এ বছর বড় ধাক্কার সম্মুখীন হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। একাধিক সংস্থার সমীক্ষায় উঠে এসেছে, এ বছর ভারতীয় অর্থনীতির বৃদ্ধি ধাক্কা খাবে। কমবে জিডিপি গ্রোথ। কর্পোরেট বিভিন্ন সংস্থার আয়ও কমতে পারে। তা হলে ধাক্কা খাবে নিফটির গ্রোথ। ভারতের বাজার থেকে বিদেশি লগ্নিকারীদের বিনিয়োগ ক্রমাগত সরে যাওয়াও নিফটি৫০-তে প্রভাব প্রভাব ফেলবে বলে মত নোমুরার।

( বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….

আরও পড়ুন:– পোস্ট অফিসে একাধিক শূন্যপদে চাকরি। সরাসরি অনলাইনে জমা করুন আবেদন। বিস্তারিত দেখে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন