২৪-এ লোকসভায় জিতেছি, ২৬-এর বিধানসভা নিয়েও বড় মন্তব্য সুকান্তর !

By Bangla news dunia Desk

Published on:

sukanta

 

Bangla News Dunia, দীনেশ :- বঙ্গে উপনির্বাচনের ফলাফলে (WB Assembly Election Results 2024) ৬ আসনেই সবুজ ঝড়। নৈহাটি, সিতাইয়ে জয়ী তৃণমূল (TMC)। বিজেপির (BJP) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মাদারিহাটেও পরাজিত হয়েছে তারা। চা বলয়ে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

এদিন উপনির্বাচনরে ফলাফলের প্রেক্ষিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ‘উপনির্বাচনে এসব ফল হতেই পারে। তবে ২০২৬-এ বাংলায় ক্ষমতায় আমরাই আসব। উদাহরণস্বরূপ একটা কথা বলি। কালিয়াগঞ্জ উপনির্বাচন যদি দেখেন, ২০১৯-এ লোকসভা জেতার পর, উপনির্বাচনে ওখানে হেরে গিয়েছিলাম। অথচ সেই কালিয়াগঞ্জে ২০২১ এর নির্বাচনে বিপুল ভোটে জিতেছি। ২০২৪-এ লোকসভা নির্বাচনে জিতেছি, ২০২৬-এ বিধানসভা নির্বাচনেও জিতব। উপনির্বাচন আর সাধারণ নির্বাচনের মধ্যে ফারাক রয়েছে।’

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

এদিকে, একুশের বিধানসভা ভোটের পর থেকে নির্বাচনের ফলাফলে ভরাডুবি হয়েছে বিজেপির। এই পরিস্থিতিতে কার্যত নিজের দলকে দুষে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘একুশের পর থেকে পার্টির ডাউনফল শুরু হয়েছে। রেজাল্ট ভালো হচ্ছে না। এই যে এত ঘটনা ঘটছে, হয়তো আমাদের পার্টি সেই, ইস্যুগুলোকে নিতে পারছে না।’

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন