২৫ দিনের শিশুকে বিক্রি বাবার, তারপর কি হল?

By Bangla News Dunia Rajib

Published on:

baccha

Bangla News Dunia , Rajib : সদ্যোজাতের বয়স মাত্র ২৫ দিন। তাকেই ৩০ হাজার টাকায় বাবা বিক্রি করে দেন বলে অভিযোগ। পিটিআই সূত্রের খবর, চমকে দেওয়ার মতো এমন ঘটনা ঘটেছে অসমের উত্তর লখিমপুরে।

প্রবল দারিদ্র, খাবার জোটে না। এমন পরিবারে জন্ম হয়েছিল শিশুর। এনডিটিভি প্রতিবেদন সূত্রের খবর, দারিদ্রের চাপেই ২৫ দিনের শিশুকে বিক্রি করে দিয়েছিলেন তার বাবা। ঘটনার কথা জানাজানির পরেই পদক্ষেপ করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। মঙ্গলবার প্রশাসনের তরফে জানানো হয়েছে এক ডাক্তারের বাড়ি থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে

জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন রূপালি ডেকা বরগোঁহাই জানিয়েছেন, সংশ্লিষ্ট থানায় ওই শিশুর বাবা-মা, ক্রেতা এবং যারা বিক্রির মধ্যস্থতায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, ওই শিশুকন্যা ৪ অক্টোবর ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জন্মেছিল। কিন্তু ওই শিশুর জন্মের পরেই তার বাবা-মা পালিয়ে যায়। জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন জানিয়েছেন, ওই শিশুর বাবা পেশায় দিনমজুর এবং পরিবারটি চরম আর্থিক অনটনে ভুগছে। চাইল্ড হেল্পলাইন এবং বাকিদের সহযোগিতায় ওই শিশুর বাবা-মাকে খুঁজে বের করা হয়। কিন্তু নির্দেশ দেওয়া সত্ত্বেও CWC-এর সামনে আসেনি ওই দম্পতি।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এনডিটিভি প্রতিবেদন সূত্রের খবর, পুলিশ জানিয়েছে পরে হাসপাতাল থেকে সন্তানকে নিয়ে গিয়েছিল ওই বাবা-মা। তারপরে পেগু সহরিয়া এবং তার স্বামীকে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই খবর জানাজানি হওয়ার পরে, গোপন খবরের ভিত্তিতে ওই ডাক্তারের বাড়ি থেকে উদ্ধার করা হয় শিশুকে।

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন