৩০ দিনের মধ্যে পাবেন নতুন এই প্যান কার্ড, কত টাকা লাগবে জেনে নিন

By Bangla News Dunia Dinesh

Updated on:

 

Bangla News Dunia, দীনেশ :- কেন্দ্রীয় সরকার প্যান কার্ডের পরিষেবাকে আরো সহজ এবং ডিজিটাল করার জন্য লঞ্চ করেছে নতুন প্যান কার্ড 2.0 প্রকল্প। এবার ঘরে বসে খুব সহজেই বিনামূল্যে এই প্যান কার্ড পাওয়া যাবে। 

নতুন প্যান কার্ডে থাকবে আধুনিক প্রযুক্তির QR কোড, যা প্যান কার্ডকে আরো কার্যকর এবং ডিজিটাল সাপোর্ট করবে। ঘরে বসে কিভাবে এই প্যান কার্ডের জন্য আবেদন করবেন এবং বিনামূল্যে এই প্যান কার্ড কিভাবে পাবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে আলোচনা করা হল।

প্যান কার্ড 2.0 প্রকল্পের উদ্দেশ্য

কেন্দ্রীয় সরকারের পরিচালিত প্যান কার্ড 2.0 প্রকল্পের মূল উদ্দেশ্যগুলি হল-

  • করদাতাদের পরিষেবার সহজীকরণ করা,
  • প্যান ও ট্যানকে একত্রিত করে ডিজিটাল প্লাটফর্ম তৈরি করা,
  • প্যান কার্ড পরিষেবাকে আরো দ্রুত এবং সহজতর করে তোলা,
  • অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন প্রক্রিয়াকে সুনিশ্চিত করা।

নতুন প্যান কার্ডের বিশেষ বৈশিষ্ট্য 

এই নতুন প্যান কার্ডে থাকবে আধুনিক QR কোড, যা দ্রুত তথ্য যাচাই করতে সাহায্য করবে। এর ফলে এই প্যান পরিষেবা আরো নির্ভুল এবং সচ্ছল হয়ে উঠবে। 

আরো পড়ুন :- মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন, দিলেন বড় আশ্বাস

কিভাবে আবেদন করবেন?

নতুন প্যান কার্ডের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

  • সর্বপ্রথম NSDL-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.onlineservices.nsdl.com/paam) যান।
  • এরপর নিজের প্যান নাম্বার, আধার নাম্বার এবং জন্মতারিখ প্রদান করুন।
  • আপনার মোবাইল নাম্বারে যে ওটিপি আসবে সেটি ইনপুট করুন। মনে রাখবেন এই ওটিপিটির বৈধতা থাকবে ১০ মিনিট।
  • আবেদন সফলভাবে সম্পন্ন হলে ৩০ মিনিটের মধ্যে আপনার রেজিস্টার্ড ইমেল আইডিতে প্যান কার্ড পাঠিয়ে দেওয়া হবে।

কত দিনের মধ্যে প্যান কার্ড হাতে পাবেন?

সাধারণত ডিজিটাল প্যান কার্ডের জন্য অনলাইনে আবেদন করার ৩০ দিনের মধ্যেই আপনার বাড়িতে এই কার্ড দিয়ে দেওয়া হবে। কিন্তু যদি রেজিস্টার্ড ইমেল আইডিতে প্যান কার্ড না পান, তাহলে [email protected] ইমেইলে যোগাযোগ করতে পারেন।

আরো পড়ুন :- লক্ষ্মীর ভান্ডার সহ মিলবে আরও সুবিধা, ২০২৬ এর আগেই বিরাট প্ল্যান মুখ্যমন্ত্রীর

খরচ কত হবে?

যদিও নতুন প্যান কার্ডের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। তবে রেজিস্ট্রেশন সফল হলে জিএসটি সহ মোট ৮.২৬ টাকা কর হিসেবে দিতে হবে।

 

প্যান কার্ড 2.0: ভবিষ্যৎ পরিষেবা 

নতুন প্যান কার্ড পরিষেবা করদাতাদের জন্য আরো সহজ এবং দ্রুততর হয়ে উঠবে। এই উদ্যোগ কর ব্যবস্থাকে আরো উন্নত এবং কার্যকর করবে। সরকারের এই পদক্ষেপ ডিজিটাল অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

এখন আর লাইনে দাঁড়ানোর দরকার নেই। ঘরে বসেই খুব সহজে প্যান কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে আজই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং নতুন প্যান কার্ড হাতে পান।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন