৩২৪৩৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ! দেখুন কিভাবে আবেদন করবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Updated on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- Western Railway Recruitment Board Recruitment 2024-2025: পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষের তরফে আবারো একবার ২০২৪ এর শেষের মুহূর্তে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি। দেশের যে সমস্ত উচ্চশিক্ষা পড়ুয়ারা রেলওয়েতে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন। এখানে সহকারী পদে ৩২ হাজারেরও বেশি কর্মী নিয়োগ করছে। তাহলে আগ্রহীরা আর দেরি না করে শীঘ্রই দেখেনিন আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বয়স, বেতন ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত।

RRB Western Railway Recruitment 2024-2025: বিবরণ

পদের নাম: পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষের তরফে প্রকাশিত পদটির নাম হল সহকারী (Assistant) পদ

শূন্যপদের সংখ্যা: সহকারী (Assistant) পদে সবমিলিয়ে মোট ৩২৪৩৮ জন কর্মী নিয়োগ হবে।

যোগ্যতার মাপকাঠি (RRB Western Recruitment 2024-25 Eligibility Criteria)

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আগ্রহীরা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখেনিন।

আরো পড়ুন:– গরমের দেশ ভারত, সূর্যের আলো প্রচুর, তাও দেহে ভিটামিন ডি কম, এর সমাধান বললেন ডাক্তারবাবু, জেনে নিন

আবেদন পদ্ধতি (RRB Western Railway Recruitment 2024-25 Apply Process)

আবেদনকারীরা এখানে অনলাইনের মাধ্যমে জানাতে পারবেন। তাহলে দেখেনিন আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি দেখেনিন, নিচে রইল

আবেদনকারীরা সর্বপ্রথম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন (indianrailways.gov.in)। তারপর ‘Apply Now’ বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মের পেজে করে বিশদ নির্দেশাবলী মেনে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ করবেন এবং দরকারি নথি গুলো স্ক্যান করে সাইজ অনুযায়ী আপলোড করবেন। সর্বশেষে ভেরিফাই করে নিয়ে ‘submit’ বটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবেন।

আবেদন মুল্য: এখানে সকল ক্যাটাগরির প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।

আবেদন তারিখ: এখানে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে এবং শেষ হবে ৩০ জানুয়ারি ২০২৪ তারিখে।

আরো পড়ুন:– বাংলার শিল্পায়নে সাফল্যের মূলমন্ত্র কি ? ব্যাখ্যা করলেন অমিত মিত্র।

নিয়োগ পদ্ধতি (RRB Western Railway Recruitment 2024-25 Selection Process)

আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

প্রয়োজনীয় লিঙ্ক

আবেদন লিঙ্ক Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন