Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চারধারে ঘন জঙ্গল ঘেরা উপত্যকা। খাড়াই ঢাল। তার উপরেই রয়েছে মালভূমি। সেই মালভূমি জুড়েই গড়ে উঠেছে মানুষের বাসস্থান। এমন দুর্গম স্থানে বাসস্থান! একটু অবাক লাগতে পারে। কিন্তু এতটুকুতেই অবাক হলে চলবে না। আরও বাকি রয়েছে।
মনে করা হয় ৫ হাজার বছর আগে এখানে মানুষ বসতি স্থাপন করে। এখানে থাকতে শুরু করে। কিন্তু মালভূমিটির তো একটা নির্দিষ্ট জায়গায় রয়েছে। এছাড়া তো চারধারে গভীর খাদ।
তাই এখানে ক্রমে মানুষের বাস যত বেড়েছে ততই গায়ে গায়ে বাড়ি তৈরি হয়েছে। কারণ জায়গা সীমিত। যা করার তার মধ্যেই করতে হবে। ইরাকের কুর্দিস্তান এলাকায় এই শহর গড়ে উঠেছে। যার নাম আমেদি।
আরও পড়ুন:– R.G কর মেডিকেল কলেজে নতুন করে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি – দেখেনিন বিস্তারিত
স্থানীয়রা একে আল আমেদি বলে থাকেন। গ্রেট জ্যাব নদী উপত্যকায় গড়ে ওঠা এই বসতি নিজেই এক বিস্ময়। একে চারধার ওরকম ঘন জঙ্গলে ঘেরা উপত্যকায় ঘেরা। তায় আবার সমুদ্রপৃষ্ঠ থেকে অতটা উপরে। আশপাশে গভীর খাদ।
এর মাঝে গিয়ে মানুষ কেন বসতি নির্মাণ করতে গেল তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কিন্তু ইতিহাস বলছে ব্রোঞ্জ যুগের শুরুতেই এখানে থাকা শুরু। তারপর থেকে এখনও বেড়েছে এখানে বাড়িঘর।
প্রায় ১১ হাজার মানুষ এখন এখানে বাস করেন। কিন্তু সমতল ছেড়ে এখানে এই পাহাড়ের উপর কেন যে মানুষ বসবাস শুরু করে তা আজও বিস্ময়।
আরও পড়ুন:– 147টি ট্রেনের টাইম টেবিলে বদল আনছে পূর্ব রেল ! দেখে নিন নয়া টাইম টেবিল
আরও পড়ুন:– কলকাতায় উদ্ধার ক্যান্সার-সহ বিভিন্ন রোগের ‘ভেজাল ওষুধ’, ধৃত ১, শোরগোল
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025