Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের টাকা বিনিয়োগ করা হয় বিভিন্ন সংস্থার স্টকে। সেই সমস্ত সংস্থা লাভ যত বেশি করবে, মিউচুয়াল ফান্ডের রিটার্ন তত ভালো হবে। সম্প্রতি এলআইসি মিউচুয়াল ফান্ড, আদিত্য বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ড এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করেছে মনোরমা ইন্ডাস্ট্রিজ় নামের এক সংস্থায়। বম্বে স্টক এক্সচেঞ্জে দেওয়া রিপোর্ট এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা গিয়েছে। তিনটি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ পাওয়ার পরই এই সংস্থার শেয়ার নিয়ে আগ্রহ তৈরি হয়েছে লগ্নিকারীদের মধ্যে। যার জেরে বৃহস্পতিবার বাজার খোলার পরই এই সংস্থার শেয়ার দর ২ শতাংশের বেশি বেড়ে হয়েছে ১ হাজার ১১৭ টাকা।
আরো পড়ুন:– কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে অনন্য গবেষণা, বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানীরা
তিনটি মিউচুয়াল ফান্ড মিলিতভাবে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে মনোরমা ইন্ডাস্ট্রিজ়ে। ওই সংস্থার প্রোমোটাররা অফলোডেড স্টক কিনেছে তিন মিউচুয়াল ফান্ড সংস্থা। মনোরমার প্রায় ৩.০৫ শতাংশ শেয়ার কিনেছে তারা। এর মধ্যে এলআইসি মিউচুয়াল ফান্ড ৭.২৭ লক্ষ শেয়ার কিনেছে মনোরমার। আদিত্য বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ড ৮.১৮ লক্ষ শেয়ার কিনেছে। সংস্থার ১.৩৭ অংশীদারিত্ব গিয়েছে এই মিউচুয়াল ফান্ডের হাতে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড মোট শেয়ারের ০.৪৫ শতাংশ কিনেছে। প্রতি শেয়ারের দাম পড়েছে ১ হাজার ১০০ টাকা।
মনোরমা ইন্ডাস্ট্রিজ় কেক, বিস্কুট, আইসক্রিমের পাশাপাশি ভোজ্য তেল, চিজ়, প্ল্যান্ট বেসড ফুড, বিভিন্ন অর্গানিক খাবারও তৈরি করে এই সংস্থা। গত এক বছরে এই সংস্থার শেয়ার দর বেড়েছে ১৯০ শতাশের বেশি। গত ৬ মাসে বেড়েছে ৭০ শতাশের বেশি। আগামী দিনেও এই সংস্থা ভালো রিটার্ন দেবে বলে আশা করছেন বাজার বিশেষজ্ঞরা। তিনটি মিউচুয়াল ফান্ড সংস্থার লগ্নির জেরে মনোরমা ইন্ডাস্ট্রিজ়কে নিয়ে খুচরো লগ্নিকারীদের আগ্রহ আরও বাড়তে পারে।
(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষাসংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরো পড়ুন:– ভারতীয় অর্থনীতি, ব্যবসা, শিল্পোদ্যোগের জন্য কেমন ছিল 2024 ? বিস্তারিত জানুন
আরো পড়ুন:– পৃথিবী গোলাকার নয়, প্রমাণ করতে গিয়ে ৩১ লক্ষ টাকা খোয়ালেন ইউটিউবার, কিভাবে ? জানুন