Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রেসিডেন্টের শপথগ্রহণে এই প্রথম বেনজির ঘটনা ঘটতে চলেছে আমেরিকায়। প্রবল শীতে কাঁপছেন মার্কিনিরা। আর তাই এ বারের শপথগ্রহণ অনুষ্ঠান খোলা ছাদের নীচে নয়, হবে বন্ধ ঘরে। এমনই ঘোষণা করেছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত দিন ক্যাপিটলের বাইরে খোলা লনে শপথ নিতেন আমেরিকার রাষ্ট্রপতি।
আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে প্রবেশ করবেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই সময়েই আমেরিকায় প্রবল শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে সে দেশের আবহাওয়া দপ্তর। ফলে শপথগ্রহণের অনুষ্ঠান ইউএস ক্যাপিটলের ভিতরই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
‘ট্রুথ সোশ্যাল’ নামে নিজের এক্স হ্যান্ডল পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম ভাষণ এবং শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিদের বক্তব্য শোনা যাবে ক্যাপিটলের অন্দরেই। হিমাঙ্কের নীচে তাপমাত্রা নেমে গেলে আকাশের নীচে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়তে পারেন অতিথিরা। তা মাথায় রেখেই অনুষ্ঠানস্থল বদলের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্পের কথায়, ‘ওয়াশিংটন ডিসি-তে প্রবল ঠান্ডার আশঙ্কা রয়েছে। তাপমাত্রার নিম্নমুখী পারদ রেকর্ড গড়তে পারে। ঠান্ডা ঝোড়ো আর্কটিক বাতাস বইবার সম্ভাবনা। আমি চাই না কেউ অসুস্থ হয়ে পড়ুক কিংবা কেউ জখম হোক।’
আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে দক্ষিণ ক্যানাডায় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। হিমশীতল আর্কটিক বাতাস উত্তর প্রান্ত থেকে আমেরিকায় ঢুকবে। শনিবার সকাল থেকেই তাপমাত্রা হিমাঙ্কের নীচে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে মধ্য এবং পশ্চিম আমেরিকাতেও তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করবে। রবিবারের মধ্যে দক্ষিণ এবং পূর্ব আমেরিকাতেও জাঁকিয়ে শীত পড়বে।
সোমবার আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি-তে প্রবল শৈত্যপ্রবাহ এবং হাড়কাঁপানো শীতের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে ওয়াশিংটনের তাপমাত্রা।
এর আগে ১৯৮৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের দ্বিতীয়বার শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছিল ক্যাপিটলের অন্দরে। সেই সময়েও তীব্র শীতে কাবু হয়েছিল আমেরিকা।
আরও পড়ুন:– ৩০ লাখ পথ কুকুর হত্যার নিদান মরক্কোর, কেন এমন সিদ্ধান্ত ?
ডোনাল্ড ট্রাম্পের কথায়, ‘১০ হাজার আইন প্রণেতা, প্রথমসারির আধিকারিক, পুলিশ, হাজার হাজার সমর্থক, এমনকী শতাধিক ঘোড়ার পক্ষেও হাড়কাঁপানো ঠান্ডায় খোলা ছাদের নীচে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা ভয়ঙ্কর হয়ে উঠবে। যাঁরা অনুষ্ঠানে যোগ দেবেন বলে স্থির করে ফেলেছেন, অবশ্যই গরম পোশাক পরবেন।’ তাঁর সংযোজন, ‘সে কারণেই ১৯৮৫ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগনের শপথ অনুষ্ঠানের মতো এ বারও প্রেসিডেন্টের ভাষণ, প্রার্থনা এবং অন্যান্যদের বক্তব্য ক্যাপিটলের অন্দরে আয়োজন করার নির্দেশ দিয়েছি। সব অতিথিকে ক্যাপিটলের অন্দরেই আনা হবে। এটা সকলের জন্যই একটা সুন্দর অভিজ্ঞতা হবে। বিশেষ করে যাঁরা টেলিভিশনের পর্দায় গোটা অনুষ্ঠান দেখবেন, তাঁদের জন্য এটা অভিনব অভিজ্ঞতা হবে।’
৭৮ বছর বয়সি এই নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ক্যাপিটলের একটি অংশ খোলা রাখা হবে লাইভ কভারেজের জন্য। সোমবার আমেরিকার সময় অনুযায়ী, দুপুর ৩টে নাগাদ নিয়মমাফিক বিজয় ব়্যালি, উদ্বোধনী বল প্রোগ্রাম এবং অন্যান্য ছোটখাটো ইভেন্ট হবে ক্যাপিটলের ওয়ান এরেনা এলাকায়। ওয়াশিংটন ডিসি-তে স্পোর্টসের জন্য নির্ধারিত এই ক্যাপিটল ওয়ান এরেনা-তে প্রায় ২০ হাজার দর্শকের আসন রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ক্যাপিটল ওয়ান এরেনার একটি অংশ থেকে ঐতিহাসিক শপথের অনুষ্ঠান লাইভ দেখতে পাবেন দর্শকরা। শপথের পর আমি প্রেসিডেন্সিয়াল প্যারাডে যোগ দেব। সকলে নির্ধারিত সময়ের একটু আগেই উপস্থিত হবেন। সকলে নিরাপদ থাকবেন, খুশি থাকবেন। আমরা একত্রে থাকব। মেক আমেরিকা গ্রেট আগেন।’
আরও পড়ুন:– পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কার্বন ক্রেডিট কার্ড। কি কি সুবিধা মিলবে? জেনে নেওয়া যাক