৪০ বছরে একবার পালিত হয়, এক জীবনে এ পরম্পরা একবারই দেখার সুযোগ মেলে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারত এমন এক দেশ যেখানে প্রচুর বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে থাকে মিলন মন্ত্র। ভারতে যে প্রান্তে যাওয়া যায়, বদলে যায় আবহাওয়া, পরিবেশ, মানুষ, তাঁদের ভাবনা, তাঁদের পরম্পরা, প্রথা। সর্বত্র নানা উৎসব অনুষ্ঠান পালিত হয়। যা সাধারণত বাৎসরিক হয়ে থাকে।

যার মধ্যে দুর্গাপুজো, দোল, কালীপুজো, দীপাবলি সবই রয়েছে। কিন্তু এই ভারতেরই এক প্রান্তে ৪০ বছরে একবারই পালিত হয় এক উৎসব। এক পরম্পরা।

৪০ বছরে যেহেতু এ উৎসব একবার পালিত হয় তাই মনে করা হয় সাধারণভাবে জীবনে ১ বার বা ২ বারই এই উৎসবে শামিল হওয়ার সুযোগ থাকে। যা এখন পালিত হচ্ছে সিমলা থেকে কিছুটা দূরে ডালগাঁও গ্রামে।

আরও পড়ুন:– কোনও ব্যক্তি সর্বোচ্চ ক’টি ফিক্সড ডিপোজ়িট খুলতে পারেন? কী বলছে নিয়ম? জেনে নিন

এখানে ৪০ বছরে একবার এই উৎসব পালিত হয়। আর তখন আশপাশ থেকে একের পর এক পালকি এসে হাজির হয় এখানে। সেই পালকিতে মানুষ নয়, থাকেন দেবতারা। বলা যায় এ উৎসব আদপে দেবতাদের মিলন উৎসব।

সকলের শান্তি, সমৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে এই দেবতাদের মিলন উৎসব পালিত হয় সিমলা থেকে ১৩৫ কিলোমিটার দূরে পাহাড়ে। এখানে রয়েছে দেবতা বাকরালু-র মন্দির। তিনিই অন্য দেবতাদের এখানে আমন্ত্রণ জানান।

এটাই পরম্পরা। তারপর সকলকে নিয়ে সেখানে হয় ভুন্দা যজ্ঞ। শেষবার এই প্রাচীন পরম্পরা পালিত হয়েছিল ১৯৮৫ সালে। তারপর এ বছর হচ্ছে। এবার এই উৎসবে প্রায় ৫ লক্ষ ভক্ত শামিল হয়েছেন।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন