Bangla News Dunia , Rajib : অপেক্ষার অবসান, অবশেষে ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় লক্ষাধিক কর্মীর মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness Allowance) বাড়াল রাজ্য সরকার। দীর্ঘ বহু সময় ধরে এই ডিএ-র জন্য অপেক্ষা করছিলেন সকলে। এই নিয়ে দফায় দফায় সরকারের সঙ্গে আলোচনা অবধি করেছেন সরকারি কর্মীরা। অবশেষে সকলের সেই দাবীকে কার্যত মান্যতা দিল রাজ্য সরকার। তবে আপনিও যদি ভেবে থাকেন বাংলার সরকারি কর্মীদের কপাল খুলেছে তাহলে ভুল ভাবছেন। উৎসব মিটতে না মিটতেই কপাল খুলে গেছে মধ্যপ্রদেশের সরকারি কর্মীদের। এক ধাক্কায় ৯% অবধি DA বাড়ল লক্ষাধিক কর্মীর।
৯% অবধি DA বাড়ল কর্মীদের
রাজ্য সরকার কর্মীদের মহার্ঘ ভাতা (DA) ৯ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছে। অর্থাৎ এখন কর্মীরা ২৩০ শতাংশের পরিবর্তে ২৩৯ শতাংশ ডিএ পাবেন। আর এই ভাতা নভেম্বর মাসের বেতন থেকে প্রযোজ্য হবে এবং এর ফলে কর্মচারীরা ৬২০ টাকা থেকে ৭০০০ টাকা পর্যন্ত বাড়তি টাকা পাবেন। দীর্ঘদিনের কর্মচারী সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এদিকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কর্মচারী সংগঠনগুলি।
আরো পড়ুন :- বিরল ঘটনা, বরফে ঢাকল সৌদি আরবের উষ্ণ মরুভূমি! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব বিশ্ব
নোটিশ জারি অর্থ বিভাগের
মধ্যপ্রদেশের অর্থ দফতর একটি আদেশ জারি করেছে যে ষষ্ঠ বেতন স্কেলের সমস্ত সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে। ২০২৩ সালের ১ জুলাই থেকে কর্মীরা ২৩০ শতাংশ ডিএ পাচ্ছিলেন, যা ৯ শতাংশ বাড়িয়ে ২৩৯ শতাংশ করা হচ্ছে। বর্ধিত ডিএ ১ জানুয়ারি, ২০২৪ থেকে প্রযোজ্য হবে এবং এর অর্থ প্রদান ১ অক্টোবর, ২০২৪ থেকে শুরু হবে।
৪ কিস্তিতে দেওয়া হবে টাকা
সরকারের তরফে জানানো হয়েছে, ১ জানুয়ারি ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বকেয়া চার কিস্তিতে পরিশোধ করা হবে। প্রথম কিস্তি ২০২৪ সালের ডিসেম্বরে, দ্বিতীয়টি ২০২৫ সালের জানুয়ারিতে, তৃতীয় কিস্তি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এবং চতুর্থ কিস্তি ২০২৫ সালের মার্চে দেওয়া হবে। যেসব কর্মী ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে মারা গেছেন বা অবসর নিয়েছেন, তাদের বা তাদের পরিবারকে এককালীন বকেয়া টাকা দেওয়া হবে।
#END