Bangla News Dunia , Rajib : ৪ কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব করল সিআইডি। আগামী ১২ নভেম্বর বুধবার তাঁকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। বেলা ১১টায় হাজিরা দিতে বলা হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতাকে।
উল্লেখ্য, ১৩ তারিখ নৈহাটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর আগে তাঁকে তলব করা নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন এই বিজেপি নেতা। ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ তাঁকে ভোটের আগে তলব করা হয়েছে বলে দাবি করেন অর্জুন সিং।
আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?
আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !
যদিও অর্জুন সিংয়ের এই দাবির পাল্টা সরব হয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, ‘২০২০ সালে ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভে কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। ভুয়ো ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে লোন দেওয়া হয়। আর তা নিয়েছিলেন অর্জুন সিংয়ের এক অনুগামী। ২০২১ সালে এই অভিযোগে গ্রেপ্তার হন অর্জুনের ভাইপো পাপ্পু সিং। এ বার ওঁকেও তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হতে হবে।’