৪ টি সন্তানের জন্ম দিলেই ১ লাখ! সরকারি বোর্ডের প্রধান দিলেন ধর্ম রক্ষার দোহাই

By Bangla News Dunia Dinesh

Published on:

pregnant women

 

Bangla News Dunia, দীনেশ : মধ্যপ্রদেশের একটি সরকারি বোর্ডের প্রধান বিষ্ণু রাজোরিয়া সম্প্রতি ১ লক্ষ টাকা পুরষ্কার প্রদানের ঘোষণা করেছেন। কিন্তু এই পুরষ্কার পাবেন কারা। তিনি জানিয়েছেন যেসব ব্রাহ্মণ দম্পতি চার সন্তানের জন্ম দেবেন তাঁদেরকেই এই পুরষ্কার দেওয়া হবে। এর পেছনে কারণ হিসাবে তিনি জানিয়েছেন, তিনি নাকি সনাতন ধর্মকে রক্ষা করতেই এই উদ্যোগটি নিয়েছেন। উল্লেখ্য, রাজোরিয়া ‘পরশুরাম কল্যান বোর্ড’ নামক এক সরকারি বোর্ডের প্রেসিডেন্ট পদে রয়েছেন।

তিনি বলেন, ‘আমি সকল ব্রাহ্মণ দম্পতির কাছে আবেদন করছি তাঁরা যেন বাধ্যতামুলকভাবে ৪ টি সন্তানের জন্ম দেয়। সনাতন ধর্মকে বাচানোর জন্য এটা খুবই জরুরী। পরশুরাম কল্যান বোর্ড-এর প্রধান হিসাবে আমি ব্যাক্তিগতভাবে এই আবেদন জানাচ্ছি।’

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

এরপরেই তিনি ঘোষণা করেন, যে সকল ব্রাহ্মণ দম্পতি চার সন্তানের জন্ম দেবেন তাঁদের নগদ ১ লক্ষ টাকা দেওয়া হবে। যদিও পরে তিনি জানান যে, এই টাকাটি তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগে দিতে চান সরকারি উদ্যোগে নয়।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

রাজোরিয়ার এই মন্তব্যের পরেই কিন্তু তাঁকে বিধেছে কংগ্রেস। তবে বিজেপির তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, বিষ্ণুর মন্তব্যটি একান্তই তাঁর ব্যক্তিগত।এই ব্যাপারে দলের কোনও ভূমিকা নেই। কে কয়টি সন্তানের জন্ম দেবে এটি তাঁদের ব্যাক্তিগত ব্যাপার।

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন