Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত সপ্তাহেই একাধিক আইপিও এসেছে বাজারে। এর মধ্যে মোবিক্যুইক, বিশাল মেগা মার্ট, সাই লাইফ সায়েন্সের আইপিও-র সাবস্ক্রিপশন হয়েছে কয়েক গুণ বেশি। গ্রে মার্কেটেও এই সব সংস্থার শেয়ার দর বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। এই তিনটি সংস্থার আইপিও-সহ মোট ৯টি সংস্থার আইপিও-র লিস্টিং হবে এ সপ্তাহে। গত সপ্তাহে শুরু হওয়া কয়েকটি আইপিও-র সাবস্ক্রিপশনও চলবে। এর মধ্যেই আরও চারটি সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে এ সপ্তাহে।
মমতা মেশিনারি আইপিও: গুজরাটের এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে। ২৩ ডিসেম্বর পর্যন্ত তা চলবে। আইপিও-র মাধ্যমে ১৭৯ কোটি টাকা তোলার লক্ষ্য মাত্রা নিয়েছে এই সংস্থা। এর শেয়ারের প্রাইস ব্যান্ড ২৩০ থেকে ২৪৩ টাকা। ওএফএস বা অফার ফর সেলের মাধ্যমে ৭৩ লক্ষ ৮২ হাজার শেয়ার ইস্যু করবে মমতা মেশিনারি। প্লাস্টিক প্যাকেজিং ইন্ডাস্ট্রির বিভিন্ন সরঞ্জাম তৈরি এবং রপ্তানি করে এই সংস্থা।
আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন
ট্রান্সরেল লাইটিং আইপিও: এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন হবে ১৯ থেকে ২৩ ডিসেম্বর। অ্যাঙ্কর ইনভেস্টররা ১৮ ডিসেম্বর থেকেই এতে লগ্নি করতে পারবেন। ১ কোটি ১ লক্ষ শেয়ার অফার ফর সেলের মাধ্যমে বাজারে আনবে এই সংস্থা। ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের কাজে যুক্ত এই সংস্থা পাওয়ার ট্রান্সমিশন এবং ডিসস্ট্রিবিউশনের সঙ্গেও জড়িত। বিশ্বের ৫৮টি দেশে উপস্থিতি রয়েছে এই সংস্থার। এই আইপিও-র মাধ্যমে বাজার থেকে ৪০০ কোটি টাকা তুলতে চাইছে এই সংস্থা।
স্মল ও মিডিয়াম সেগমেন্টেরও দু’টি আইপিও এ সপ্তাহে আসবে বাজারে। এর মধ্যে ন্যাকড্যাক ইনফ্রাস্ট্রাকচার অন্যতম। ১৭ ডিসেম্বর থেকেই সাবস্ক্রিপশন করা যাবে এই আইপিও। এর প্রাইস ব্যান্ড ৩৩ থেকে ৩৫ টাকা। প্রত্যেক লটে চার হাজার শেয়ার থাকবে।
আইডেন্টিক্যাল ব্রেন স্টুডিয়োর আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। এই আইপিও-র প্রাইস ব্যান্ড ৫১ থেকে ৫৪ টাকা। আইপিও-র মাধ্যমে ১৯ কোটি ৯৫ লক্ষ টাকা তুলতে চাইছে এই সংস্থা।
( বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষাসংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024