Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের গ্র্যাজুয়েশন উত্তীর্ণ প্রার্থীদের জন্য রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরির দারুন সুযোগ। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে নতুন করে স্পেশাল অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চাকরির জন্য নির্বাচিত প্রার্থীরা এখানে মাসিক বেতন পাবেন ৫০ হাজার টাকা। তাহলে যেসব প্রার্থীরা এখানে আবেদন করবেন তারা শীঘ্রই দেখেনিন আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়সসীমা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।
WBSETCL Recruitment 2025: বিবরণ
পদের নাম, শূন্যপদের সংখ্যা: এখানে স্পেশাল অফিসার ও সার্ভেয়ার কর্মী নিয়োগ হবে।
স্পেশাল অফিসার পদে মোট ০৩ জন কর্মী নিয়োগ করা হবে সার্ভেয়ার পদে মোট ০২ জন কর্মী নিয়োগ করা হবে
যোগ্যতার মানদণ্ড (WBSETCL Recruitment 2025 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য আবেদনকারীদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে।
বয়সসীমা: এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
আবেদনকারীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তার জন্য প্রার্থীরা প্রথমে WBSETCL সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে করে অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করবেন। তারপর ফর্মটি পূরণ করবেন এবং দরকারি নথি গুলো জেরক্স করবেন। তারপর এই The General Manager (HR & A), Training, Planning & Allied Services, WBSETCL, Vidyut Bhavan, 8th Floor, D-Block, Salt Lake, Kolkata – 700091 ঠিকানায় স্পিড পোস্ট অথবা নিজে গিয়ে জমা করে দিবেন।
অ্যাপ্লিকেশন ফী: এখানে আবেদনের জন্য প্রার্থীদের কাছ থেকে কোনো প্রকার আবেদন মূল্য চাওয়া হয়নি।
আবেদন শেষ তারিখ: আবেদনকারীরা এখানে ১৩/০২/২০২৫ তারিখ অব্দি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারীদের এখানে সরাসরি ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে চাকরিতে নির্বাচিত করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | wbsetcl.in |
আরও পড়ুন:– বড় খবর! কলকাতা হাইকোর্টের নির্দেশে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ হতে চলেছে রাজ্যে
আরও পড়ুন:– রাজ্যের অ্যাথলিটদের জন্য ‘কল্পতরু’ মমতা, বিস্তারিত জানুন