৫০০০ কোটির ব্যাঙ্ক প্রতারণা, ১৪ জায়গায় তল্লাশিতে ED, কী মিলল?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিপুল অঙ্কের ব্যাঙ্ক লোন প্রতারণা মামলায় বৃহস্পতিবার একসঙ্গে দেশের ১৪টি জায়গায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রতিভা ইন্ডাস্ট্রিজ় লিমিটেড এবং ওই সংস্থার প্রোমোটার অজিত কুলকার্নির বিরুদ্ধে প্রায় ৫ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ রয়েছে। তল্লাশি সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বেশ কিছু মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ফ্রিজ করেছে, যার মূল্য ৫.৪ কোটি টাকা।

প্রায় ২ বছর আগে ব্যাঙ্ক অফ বরোদার অভিযোগে ভিত্তিতে এই সংস্থা এবং তার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল সিবিআই। তার পরে তদন্তে নামে ইডিও। ইডির দাবি, অভিযুক্ত সংস্থা এবং তার ডিরেক্টরেরা নানা ফন্দি এবং অনৈতিক কাজের মাধ্যমে ব্যাঙ্কের আর্থিক ক্ষতি ঘটিয়েছে এবং নিজেদের আর্থিকভাবে লাভবান করেছে। তদন্তে একাধিক বেআইনি লেনদেনের ঘটনার কথাও সামনে এসেছে। ঋণের টাকা নিয়ে অন্যত্র সেই টাকা চালান করে অন্য সংস্থার নামে স্থাবর সম্পত্তি কিনেছে অভিযুক্ত সংস্থার ডিরেক্টরেরা। ব্যাঙ্কের ঋণের টাকা নিয়ে তুমুল তছরুপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই তছরুপের মূল কারিগর প্রতিভা ইন্ডাস্ট্রিজ়ের ডিরেক্টরেরা বলেই অভিযোগ।

আরও পড়ুন:– মধ্যবিত্তের টাকা জমানোর গোপন সূত্র। বিশেষজ্ঞের এই নিয়ম মেনে 1 মাস সংসার চালান, আর ম্যাজিক দেখুন

২০২৩ সালে সিবিআই যে এফআইআর করেছিল, তাতে দেখা গিয়েছে প্রতিভা ইন্ডাস্ট্রিজ় একাধিক ট্রেডিংয়ে জড়িত ছিল। স্টিল প্লেট, টিএমটি বার, এমএস পাইপ, স্টিল রডের মতো নানা জিনিস সংক্রান্ত ব্যবসা করেছে। একাধিক সংস্থার সঙ্গে ব্যবসায়িক লেনদেনও দেখানো হয়েছিল। কিন্তু অডিটের সময় সেই সংক্রান্ত নথি দেখাতে পারেনি সংস্থা।

আরও পড়ুন:– এখনই কিনবেন না এই সব স্মার্টফোন, দিন কয়েক পরেই কমতে পারে দাম

আরও পড়ুন:– ক্যানসারের চিকিৎসায় বাঙালি বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার, জানুন বিস্তারিত

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন