৫০০০-র নোট বাজারে আনছে RBI ? প্রকাশ্যে বড় তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমানে বাজারে কিছু কিনতে গেলে সবচেয়ে এবার ৫০০ টাকার নোট দিয়ে পেমেন্ট করা যেতে পারে। তবে এবার জানা যাচ্ছে ২০০০ এর নোট উঠে যাওয়ার পর বাজারে আসতে চলেছে ৫০০০ টাকার নোট (5000 Rupees Note)। হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে নতুন বছর এই নতুন খবর ছড়িয়ে পড়েছে হু হু করে। কিন্তু আদৌ কি সেটা বাস্তবে হতে চলেছে? কি বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)? চলুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।

আরও পড়ুন: ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান

বাজারে আসতে চলেছে ৫০০০ টাকার নোট?

এর আগে ৫০০ টাকার থেকে বড় নোট হিসাবে ১০০০ টাকা এমনকি ২০০০ টাকার নোটও চালু ছিল। নোটবন্দির পরেই পুরোনো ৫০০ ও ১০০০ বাতিল হয়ে যায়। বদলে বাজারে আসে ২০০০ টাকার নোট। তবে সেটাও ২০২৩ সালের মে মাসে তুলে নেওয়া হয়। এরপর থেকে পাঁচশো টাকার নোটই সবচেয়ে বড় নোট। তবে কি এবার সত্যিই ৫০০০ টাকার নোট আসতে চলেছে? দেখে নিন কি জানাচ্ছে RBI।

৫০০০ টাকার নোট নিয়ে RBI এর মন্তব্য

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ৫০০০ টাকার নোটের ছবি ও খবর সম্পূর্ণ গুজব বলেই জানাচ্ছে আরবিআই। কারণ এই মুহূর্তে সরকার ৫০০ টাকার বেশি মূল্যের কোনো নোট আনছে না। বাজারে থাকা ১০, ২০, ৫০, ১০০, ২০০ ও ৫০০ টাকার নোট ভারতীয় অর্থনীতির জন্য যথেষ্ট। কারণ বর্তমানে মানুষ ডিজিটাল পেমেন্ট যেমন কার্ড বা UPI এর অনেক বেশি ব্যবহার করছেন ফলে ক্যাশ লেনদেনের ক্ষেত্রে সেভাবে কোনো অসুবিধা হচ্ছে না। তাই এই ধরণের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, একসময় ভারতে ৫,০০০ টাকা ও ১০,০০০ টাকার নোটও চালু ছিল। স্বাধীনতার পরেও এক হাজার, পাঁচ হাজার ও দশ হাজার টাকার নোট চলত। তবে ১৯৭৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই তিনটি নোটই প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। এরপর ২০০০ সালে অটল বিহারি বাজপেয়ীর সরকার থাকাকালীন ১০০০ টাকার নোট চালু হয়। যেটা ২০১৬ সালের নোটবন্দির সময় বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন