Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ৫০ বছর পরে প্রকাশ্যে এলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনে অন্যতম প্রধান অভিযুক্ত শরিফুল হক ডালিম। রবিবার রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে হাজির হয়ে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। তাঁর দাবি, সেনা অভ্যুত্থানে ‘স্বৈরাচারী’ মুজিব নিহত হওয়ার পরে মানুষ আনন্দ করেছিলেন।
প্রায় ২ ঘণ্টার ওই সাক্ষাৎকারে মুজিব-হত্যা ছাড়াও জিয়াউর রহমান এবং গত বছরের জুলাই অভ্যুত্থানের বিষয় নিয়ে কথা বলেন ‘বীর বিক্রম’ খেতাবপ্রাপ্ত মেজর ডালিম। তবে কোন জায়গা থেকে তিনি কথা বলেছেন সেটা গোপন রাখা হয়। হাসিনা-বিরোধী যে গণ অভ্যুত্থান হয় সেটাকেও স্বাগত জানিয়েছেন তিনি। তাঁর দাবি, গত বছরের জুলাই মাসের আন্দোলনে ছাত্র-জনতা ‘আংশিক বিজয়’ পেয়েছেন। বিজয় পুরোপুরি অর্জিত হতে আরও সময় প্রয়োজন।
১৯৭৫ সালের ১৫ অগস্ট সপরিবারে হত্যা করা হয় মুজিবকে। তাঁর হত্যাকারী হিসেবে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে প্রাক্তন সেনা আধিকারিক ডালিমের। তবে, ‘মুজিবের হত্যাকারী’ কথায় তাঁর আপত্তি আছে বলে জানিয়েছেন ডালিম। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শেখ মুজিব মারা যাননি। তিনি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। এর পরেই দেশের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসে উল্লাস প্রকাশ করে।’ ডালিমের দাবি, মুজিব ছিলেন স্বৈরাচারী। তাঁর জুলুম থেকে মুক্তি পেতে চেয়েছিলেন দেশের মানুষ।
এরই সঙ্গে ডালিমের দাবি, মুজিবের আগেই মুক্তিযোদ্ধাদের চট্টগ্রাম সেক্টরের কমান্ডার হিসেবে বাংলাদেশের স্বাধীনতার কথা ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। তাঁর কথাতেই সেনাবাহিনীর আধিকারিকরা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। সেই সময়ে সেখানের নেতারা নিরাপত্তার কারণে ভারতে চলে এসেছিলেন।
তখন জিয়াউরের ওই ঘোষণা তাঁদের প্রেরণা জুগিয়েছিল। তাঁরা পাকিস্তান আর্মি থেকে সরে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। জিয়াউর রহমানকে ‘অত্যন্ত সৎ’ ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন ডালিম। তিনি জানিয়েছেন, মুজিবের বিরুদ্ধে অভ্যুত্থানে জিয়াউর প্রথমে তাঁদের সঙ্গে ছিলেন। পরে জিয়াউর সরে যান। মুজিবকে হত্যার খবর বাংলাদেশ বেতারে ঘোষণা করেছিলেন এই ডালিম-ই।
তিনি জানিয়েছেন, ১৯৭১ সালের যুদ্ধের সময়ে ভারতের সঙ্গে তাঁদের চুক্তি হয়েছিল। ওই চুক্তিতেই বোঝা গিয়েছিল বাংলাদেশে ‘ভারতের করদ রাজ্যে পরিণত হবে’। ‘হিন্দুত্ববাদী ভারতের কব্জা’ থেকে মুক্তি পেতে আর একটা স্বাধীনতা অর্জন করতে হবে বলেও জানান ডালিম।
এই সঙ্গেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা নিয়েও আপত্তি জানিয়েছেন ডালিম। তাঁর দাবি, নজরুল ইসলাম বা বাংলাদেশের কোনও কবির গান তাঁদের জাতীয় সঙ্গীত হতে পারে।
আরও পড়ুন:– একা মায়ের লড়াইয়ে উদ্ধার পাচার হওয়া কন্যা, পড়ুন রুদ্ধশ্বাস কাহিনী
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025