Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ৫৬ জন পাকিস্তানিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হলো। বুধবার গুজরাটে একটি ক্যাম্প থেকে পাকিস্তানের ওই বাসিন্দাদের হাতে নাগরিকত্বের নথি তুলে দেওয়া হয়েছে। ৫৬ জনই পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন। সিএএ-এর অধীনে এই নাগরিকত্ব দেওয়া হয়েছে। সরকারি নথি বলছে, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১ হাজার ২২৩ জনকে এ ভাবে সিএএ-এর অধীনে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে।
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হর্ষ সঙ্ঘভি বলেছেন, ‘ভারতকে আপনারা নিজের কর্মভূমি করতে পারবেন আজ থেকে। অনেকেই পাকিস্তান থেকে এ দেশে এসেছেন। তাঁরা বিভিন্ন ক্ষেত্রে ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছেন। পাকিস্তান থেকে যে হিন্দু পরিবারগুলি ভারতে এসেছে তাঁদের নতুন পরিচয় দেওয়ার জন্য কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।’
বুধবার আমেদাবাদে একটি অনুষ্ঠানে নাগরিকত্ব প্রদান করা হয়। অনুষ্ঠানে একাধিক বিজেপি নেতা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অমিত শাহ এবং সেF রাজ্যের একাধিক বিধায়ক।
২০১৯ সালে সিএএ আইন পাশ করায় কেন্দ্রীয় সরকার। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে সংশোধনী এনে এই আইন পাশ করা হয়েছিল। ভারতের একাধিক পড়শি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচারিত বাসিন্দাদের ভারতের নাগরিকত্ব দেওয়ার পথ প্রশস্ত করেছে এই আইন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ওই দেশগুলি থেকে অত্যাচারিত হয়ে যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দা ভারতে আসেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হয়েছে ওই আইনে।
সম্প্রতি বাংলাদেশে পালাবদলের সঙ্গে সঙ্গেই সে দেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে ভারতের। বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর লাগাতার অত্যাচারের ঘটনা সামনে এসেছে। অত্যাচার থেকে বাঁচতে পালিয়ে ভারতে ঢুকে পড়ার নজিরও রয়েছে। এমন সময়েই পাকিস্তান থেকে আসা ৫৬ জন সংখ্যালঘু বাসিন্দাকে নাগরিকত্ব দিল ভারত।
আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো?
আরো পড়ুন:- ল্যাব থেকে নিখোঁজ ৩০০ প্রাণঘাতী ভাইরাস, ফের মহামারির শঙ্কা?
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024