৫ মাসে ১০০ কোটি, এক অসামান্য সাফল্যের কথা শোনালেন প্রধানমন্ত্রী, জানতে পড়ুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

modi

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাত্র ৫ মাসেই ১০০ কোটির লক্ষ্য ছুঁয়ে ফেলেছে তাঁর একটি আবেদন। সে সাফল্যের কথাই মাসের শেষ রবিবারে তাঁর রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন ছিল মন কি বাত-এর ১১৬ তম পর্ব। প্রতি মাসের শেষ রবিবার সম্পূর্ণ এক অরাজনৈতিক আলোচনা করেন প্রধানমন্ত্রী। রেডিও মারফত প্রধানমন্ত্রীর সেকথা সকলের কাছে পৌঁছে যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে ডাক দিয়েছিলেন এক পেড় মা কে নাম। এই প্রচার যে এত দ্রুত এতটা ভাল ফল করবে তা বোধহয় তিনিও ভাবতে পারেননি।

 

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

তাই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানালেন ৫ মাসে এই আবেদনে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ১০০ কোটির ওপর গাছ রোপণ করেছেন। এটা এক অসামান্য সাফল্য। যা দেশবাসীকে গর্বিত করবে।

যে কেউ একটি গাছ রোপণ করতে পারেন তাঁর মায়ের নামে। এটাই ছিল আবেদন। প্রধানমন্ত্রী বলেন, নিজের মায়ের নামে একটি গাছ রোপণ করে যে কেউ তাঁর মাকে চিরন্তন করে তুলতে পারেন।

প্রধানমন্ত্রী এদিন এই গাছ লাগানোর ক্ষেত্রে মাত্র ৫ মাসে ১০০ কোটি পার করার কথা জানিয়েও চড়াই নিয়ে চিন্তা ব্যক্ত করেন। চড়াই ক্রমশ হ্রাস পাচ্ছে দেশ থেকে। সেখানে চড়াইদের সংখ্যা বৃদ্ধিতে কাজ করা বিভিন্ন সংগঠনের কাজের কথাও তুলে ধরেন তিনি।

 

আরো পড়ুন: ‘হলুদ-নিম-লেবুর জলেই ক্যান্সার পরাস্ত’, সিধুর দাবি সঠিক? কি জবাব দিলেন টাটা মেমোরিয়ালের ডিরেক্টর, দেখুন

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন