৬০ বছর বয়স থেকে বিনামূল্যে চিকিৎসা, ঘোষণা সরকারের !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সামনেই রয়েছে বিধানসভা ভোট। আর বিধানসভা ভোটের আগে বিরাট চমক দিল দিল্লির আম আদমি পার্টি। বিশেষ করে চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে যে সরকারের তরফে এত বড় সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে কেউ হয়তো কল্পনাও করতে পারেননী। সরকারি হোক কিংবা বেসরকারি হাসপাতাল সেখানে গেলেই এবার সকলেই পেয়ে যেতে পারেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। শাসক দলের তরফে এবার নিয়ে আসা হয়েছে ‘সঞ্জীবনী যোজনা’। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে সঞ্জীবনী যোজনা ঠিক কী? এর আওতায় কিভাবে কী চিকিৎসা পরিষেবা মিলবে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

সঞ্জীবনী যোজনা কী?

আসলে এই বিশেষ যোজনাটি আনা হয়েছে দিল্লিবাসীর কথা ভেবে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্প্রতি ঘোষণা করেছেন, দিল্লিতে ফের একবার ক্ষমতায় এলে আম আদমি পার্টি (আপ) ‘সঞ্জীবনী যোজনা’ চালু করবে। নির্বাচনের পর এই প্রকল্প চালু করা হবে। কেজরিওয়াল জানিয়েছেন, সঞ্জীবনী যোজনার আওতায় দিল্লির ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণদের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

আরো পড়ুন:– গরমের দেশ ভারত, সূর্যের আলো প্রচুর, তাও দেহে ভিটামিন ডি কম, এর সমাধান বললেন ডাক্তারবাবু, জেনে নিন

কারা লাভবান হতে পারেন?

১) কেজরিওয়ালের সঞ্জীবনী যোজনায় দিল্লিতে ৬০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

২) ৬০ বছর বা তার বেশি বয়সের প্রবীণদের বিনামূল্যে চিকিৎসার জন্য সঞ্জীবনী যোজনা চালু করা হবে।

৩) এর আওতায় দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে প্রবীণদের চিকিৎসা করা হবে।

৪) চিকিৎসার সময় খরচের কোনও সীমা থাকবে না।

৫) পুরো খরচ বহন করবে দিল্লি সরকার।

৬) মানুষকে রেজিস্ট্রেশন করতে কোথাও যেতে হবে না, আপ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই রেজিস্ট্রেশন করবেন।

কবে থেকে শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া?

এখন নিশ্চয়ই ভাবছেন যে কবে থেকে শুরু হবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া? জানা গিয়েছে, ২৩ ডিসেম্বর সোমবার থেকে সঞ্জীবনী যোজনার রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল আজ এ ঘোষণা করেছেন। এর জন্য আপ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মহিলা ও বয়স্কদের নাম নথিভুক্ত করবেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন