Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সারা ভারতে বিএসএনএল এখনও পর্যন্ত প্রায় ৬৫,০০০ ফোর–জি সাইট চালু করেছে এবং ২১০০ মেগাহাৎর্জ ও ৭০০ মেগাহাৎর্জ স্পেকট্রামের উপর ভিত্তি করে তারা ঘরে–বাইরে পরিষেবার মান বাড়ানোর উপর জোর দিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বিএসএনএল চেয়ারম্যান রবার্ট জে রবি।
তিনি বলেন, ‘আমরা প্রায় ৬৫,০০০ ফোর–জি সাইট চালু করেছি। এগুলি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি। বিশ্বের কয়েকটি মাত্র দেশ এ ধরনের প্রচেষ্টা নিয়েছে।’
কলকাতায় এখনও পর্যন্ত ১,১৪৮টি ফোর–জি সাইট চালু করেছে বিএসএনএল। আগামী তিন মাসে এই সংখ্যাটি ১,৬৭১–এ নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে সংস্থাটি। বিএসএনএল সূত্রে খবর, কলকাতা টেলিকম সার্কেলের ৬০ শতাংশ এলাকায় তাদের এখন ফোর–জি কভারেজ রয়েছে।
বিএসএনএল চেয়ারম্যানের দাবি, তাঁদের ফোর–জি নেটওয়ার্ক সম্পূর্ণ দেশে তৈরি প্রযুক্তি–নির্ভর হওয়ায় ব্যক্তিগত তথ্য চুরির প্রচেষ্টা প্রতিহত করতে পারবে এবং সরকারি ও ব্যাঙ্কিং ক্ষেত্রকে ফুলপ্রুফ নিরাপত্তা সুনিশ্চিত করবে।
রবি বলেন, ‘আমরা দেশে তৈরি ফোর–জি নেটওয়ার্ক বসিয়েছি। প্রত্যেক নতুন প্রযুক্তিতে কিছু প্রতিবন্ধকতা থাকে, যা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। পরিষেবার গুণগত মান নিশ্চিত করা এবং গ্রাহকদের সন্তুষ্ট রাখা আমাদের অগ্রাধিকার।’
চলতি বছরের মাঝামাঝি কিছু নির্দিষ্ট এলাকায় রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি বাণিজ্যিক ভাবে ফাইভ–জি পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে। রবির বক্তব্য, ‘সারা দেশে ১ লক্ষ ফোর–জি সাইট চালু হওয়ার পর আমরা পর্যাপ্ত ফোর–জি কভারেজ দিতে সক্ষম হব। একই সঙ্গে ক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনাও আমরা করেছি।’
উল্লেখ্য, বিএসএনএলের জন্য ১ লক্ষ ফোর–জি সাইট বসানোর বরাত পেয়েছে টিসিএস–এর নেতৃত্বাধীন একটি কনসর্টিয়াম।
আরও পড়ুন:– বড় খবর! কলকাতা হাইকোর্টের নির্দেশে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ হতে চলেছে রাজ্যে
আরও পড়ুন:– রাজ্যের অ্যাথলিটদের জন্য ‘কল্পতরু’ মমতা, বিস্তারিত জানুন