‘৬,৬,৬,৬,৪’ CSK-র কোটি টাকার বোলারকে পিটিয়ে ছাতু করল হার্দিক পান্ডিয়া

By Bangla News Dunia Rajib

Published on:

hardik-pandya-syed-mushtaq-ali-trophy

Bangla News Dunia , Rajib : সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিধ্বংসী মেজাজে রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ঘরোয়া T20 লিগে চেন্নাই সুপার কিংসের কোটি টাকার বোলারকে পিটিয়ে সোজা করেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। হার্দিক পান্ডিয়া CSK-র ২.২ কোটির বোলার গুরজাপন্ত সিংকে এক ওভারে একের পর এক চার, ছয় মেরে রানের ফোয়ারা লাগিয়ে দেন। গুরজাপন্ত সিংয়ের ওই ১ ওভারে হার্দিক পান্ডিয়া ২৯ রান করেন। হার্দিক পান্ডিয়া এই ম্যাচে মাত্র ২০ বলেই অর্ধশতরান করে ফেলেন। হার্দিক পান্ডিয়ার এই বিস্ফোরক ইনিংসে ভর করে ভদোদরা ২০ ওভারে ২২২ রানের লক্ষ্যে সহজেই পূর্ণ করে ফেলে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী ইনিংস

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে ব্যাটে বিস্ফোরণ ঘটান হার্দিক পান্ডিয়া। ৩০ বলে ৬৯ রানের ইনিংস খেলেন হার্দিক। এরপর তিনি রানআউট হয়ে যান। প্রথমে ব্যাট করে তামিলনাড়ু ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২১ রান তোলে। তামিলনাড়ুর হয়ে সর্বোচ্চ রান করেন নারায়ণ জগদিশন। তিনি ৩২ বলে ৫৭ করেছিলেন।

আরো পড়ুন :- বন্দে ভারত ট্রেন বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে এই রাজ্যে চালানোর জন্য

২২২ রানের লক্ষ্যে নেমে ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ করেছিল ভদোদরা। পরের ২৪ বলে হার্দিকদের দরকার ছিল ৭০ রান। সেই সময় তামিলনাড়ুর পক্ষেই ম্যাচ ছিল। যদিও, হার্দিক পান্ডিয়ার বিস্ফোরক ব্যাটিং সমস্ত সমীকরণ পাল্টে দেয়।

১৭ তম ওভারে বল করতে আসে গুরজাপন্ত সিং। আর সেই ওভারেই রণমূর্তি ধারণ করেন হার্দিক পান্ডিয়া। একের পর এক বলে গগনচুম্বী ছয় মেরে বোলারকে ভয় ধরিয়ে দেন তিনি। IPL এর অকশনে ২.২ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে যাওয়া গুরজাপন্ত সিংয়ের বল পিটিয়ে ছাতু করেন হার্দিক। এক ওভারে ২৯ রান দেন গুরজাপন্ত সিং। আর এরপরই ভদোদরার জয় সহজ হয়ে যায়।

১৯ তম ওভারে বিজয়শঙ্করকে দুটি ছয় মারেন হার্দিক। ওই ওভারেরই বিজয়ের ডায়রেক্ট হিটে রান আউট হন হার্দিক পান্ডিয়া। যদিও ততক্ষণে ভদোদরা জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন