Bangla News Dunia, বাপ্পাদিত্য:- টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচনায় হয় পিচ নিয়ে। কোন ধরনের পিচ হবে, পাঁচদিনের ম্যাচে পিচ কতদিন পর থেকে ভাঙতে শুরু করবে সেটার দিকে নজর থাকে সকলের। এবার টেস্টটা দিন রাতের হওয়ায় পিচ আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এটা হবে পিঙ্ক বলে, আর এই বল পুরোনো হতে অনেক বেশি সময় নেয়। ফলে লাল বলের পিচ আর পিঙ্ক বলের পিচ আলাদা হয়। অ্যাডিলেডে ভারত অতীতে পিঙ্ক বল টেস্টে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল। এবার আর সেই ছবি চাইছে না। এবার ম্যাচ শুরুর দু’দিন আগে পিচ নিয়ে ইঙ্গিত দিলেন অ্যাডিলেড ওভালের পিচ কিউরেটর ড্যামিয়েন হগ।
অ্যাডিলেড ওভালের পিচ নিয়ে সম্প্রতি মুখ খোলেন হগ। তিনি বলেন, ‘অতীতে দেখা গিয়েছে আলোর নিচে অ্যাডিলেডে খেলাটা কঠিন। পিচে ৬ মিলিমিটার ঘাস থাকবে। আমরা এমন একটা পিচ তৈরি করতে চাইছি, যেভাবে ভালো লড়াই হবে। ভারত শেষবার যখন এখানে দিন রাতের টেস্ট খেলেছিল সেই সময় ৩ দিনে শেষ হয়েছিল। আমি মনে করি সেটা পিচের জন্য হয়নি, সেবার অস্ট্রেলিয়া ভালো বোলিং করেছিল। যতক্ষণ এটা ম্যাচের সঙ্গে যুক্ত, আমি খুশি।’
বল মুভ করা নিয়ে তিনি জানান, সঠিক পরিস্থিতি, সঠিক আবহাওয়া হলে বল মুভ করবে। পিচের সঙ্গে কোনও সম্পর্ক নেই বল মুভ করার ব্যাপারে।
অ্যাডিলেড টেস্টে প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮৮ শতাংশ বৃষ্টি হতে পারে। ফলে যেই দল প্রথমে ব্যাটিং করবে তারা অসুবিধার মধ্যে পড়তে পারে। বলের সঙ্গে চোখের সামঞ্জস্য রাখাটা চাপের হতে পারে।
আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন
আরো পড়ুন:– সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery