৭৬তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীর উদ্দেশে কী বার্তা দিলেন শাহরুখ খান? দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশবাসীকে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান। রবিবার, নিজের এক্স হ‍্যান্ডেল-একটি ছবি পোস্ট করেন অভিনেতা। ভারতের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে স‍্যালুট জানাচ্ছেন তিনি। সেই ছবি পোস্ট করে শাহরুখ লেখেন, ‘ আসুন আমরা এই দেশের জন‍্য এমন কিছু করার প্রতিজ্ঞা করি, যা আগামী প্রজন্মের কাছেও পৌঁছে দিতে পারি। আমরা যেন সংবিধানের মূল‍্যবোধকে বজায় রাখতে পারি এবং মাথা উঁচু করে বাঁচতে পারি। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।’

আরও পড়ুন:– কোন ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়া সুবিধাজনক? প্রসেসিং চার্জ কার বেশি? রইল তালিকা

ছবিতে যতটুকু বোঝা যাচ্ছে, তাতে স্পষ্ট ‘মন্নত’-এই প্রজাতন্ত্র দিবস পালন করছেন তিনি। সাদা শার্ট, চোখে রোদচশমা এঁটে তেরঙা পতাকাকে স‍্যালুট জানাচ্ছেন শাহরুখ। শুধু বাস্তবে নয়, শাহরুখের দেশপ্রেম পর্দাতেও প্রতিফলিত হয়েছে।’ডাঙ্কি’ ‘পাঠান’, এবং ‘জওয়ান’-এ শাহরুখ অভিনীত চরিত্রটি দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি দায়িত্বশীল থেকেছে।

শাহরুখ ছাড়াও বলিপাড়ার আরও অনেকেই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মলহোত্রা, আলিয়া ভাট, অনুষ্কা শর্মা সহ আরও অনেক তারকা।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন