Bangla News Dunia, দীনেশ : ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) সাম্প্রতিক একটি পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত দেশের বিভিন্ন ব্যাংকে ৭৮,২১৩ কোটি টাকার দাবিহীন অর্থ (Unclaimed Deposit) পড়ে রয়েছে। এই টাকাটি এমন একটি অর্থ যার কোন দাবিদার নেই। বছরের পর বছর এই দাবিহীন অর্থের পরিমাণ আরো বেড়েই চলেছে।
কি এই দাবিহীন অর্থ?
যেসব ব্যাংক একাউন্টে টানা ১০ বছর ধরে কোনরকম লেনদেন করা হয়নি এবং যার মালিক বা উত্তরাধিকারী কোনরকম দাবিও করেননি সেই অর্থকে দাবিহীন অর্থ বলা হয়। প্রথমে সংশ্লিষ্ট ব্যাংক থেকে একাউন্টধারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তাতেও যদি কোনরকম সারা না মেলে, তাহলে সেই অর্থ ডিপোজিটার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডে (DEAF) স্থানান্তর করে দেওয়া হয়।
RBI-এর উদ্যোগে UDGAM পোর্টাল
এই সমস্যার সমাধানের জন্য ২০২৩ সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক একটি বিশেষ পোর্টাল চালু করে। এই পোর্টালের মাধ্যমে যে কেউ খুব সহজে জানতে পারবেন কোথায় দাবীহীন অর্থ রয়েছে এবং সেটি কিভাবে দাবি করা যাবে।
আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
UDGAM পোর্টালের বৈশিষ্ট্য
UDGAM পোর্টালের মূল বৈশিষ্ট্যগুলি হল-
- এখনো পর্যন্ত ৩০ টি ব্যাংক এই পোর্টালের সঙ্গে যুক্ত রয়েছে,
- দাবিহীন এই অর্থের ৯০% টাকা ব্যাংকগুলিতে রয়েছে,
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ধনলক্ষী ব্যাংক, ডিবিএস ব্যাংক অফ ইন্ডিয়া, সিটি ব্যাঙ্কসহ দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলি এই পোর্টালের অন্তর্ভুক্ত।
কিভাবে UDGAM পোর্টালে রেজিস্ট্রেশন করবেন?
আপনার নামের দাবীহীন অর্থ চেক করার জন্য আপনি নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন।
- সর্ব প্রথম UDGAM পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট udgam.rbi.org.in-এ যান।
- এরপর “Claim Amount” সেকশনে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- নিরাপত্তার জন্য একটি পাসওয়ার্ড তৈরি করুন এবং ক্যাপচা কোড বসান।
- মোবাইলে প্রাপ্ত ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে লগইন করুন।
- পোর্টালের মাধ্যমে আপনার নামে থাকা কোন দাবীহীন অর্থ আছে কিনা তা সহজেই খুঁজে বার করা যাবে।
আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা
প্রয়োজনীয় ডকুমেন্ট
যদি আপনার নামের সাথে কোন দাবিহীন অর্থ থাকে, তাহলে সেই অর্থ দাবি করার জন্য আপনার যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে সেগুলি হল-
- ব্যাংক একাউন্টধারীর নাম এবং সঠিক তথ্য,
- প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এর মধ্যে একটি পরিচয়পত্র,
- জন্ম তারিখের প্রমাণপত্র।
কোথা থেকে আসে এই দাবিহীন অর্থ?
ব্যাংকগুলি বছরে একবার সমস্ত একাউন্ট রিভিউ করে। যে সমস্ত একাউন্টে গত ১০ বছরে কোন রকম লেনদেন করা হয়নি, সেই অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় বলে বিবেচিত করা হয়। এরপর গ্রাহকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাতেও যদি কোন দাবিদার না পাওয়া যায়, সেই অর্থ আরবিআই তহবিলে স্থানান্তরিত করে দেওয়া হয়।
UDGAM পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ তাদের দাবিদার অর্থ সহজেই খুঁজে বার করতে পারবে। আপনি যদি ভাবেন আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের একাউন্টে এমন কোন অর্থ আছে, তাহলে এই পোর্টালে গিয়ে একবার চেক করতে পারেন। খুব সহজেই জানতে পারবেন সেই অর্থ আপনার কিনা।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025