৭ নতুন IPO-তে লগ্নির সুযোগ মিলবে এ সপ্তাহে, নজর থাকবে এই ৫ সংস্থার লিস্টিংয়ে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন বছরের শুরু থেকেই আইপিও-র লাইন লেগেছে ভারতের বাজারে। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও একাধিক আইপিও-র নিয়ে কারবার চলবে বাজারে। লগ্নির জন্য এটা দারুণ সুযোগ। ২০২৪ সালেও রেকর্ড সংখ্যক আইপিও এসেছিল বাজারে। আইপিও-তে লগ্নি করে যাঁরা লাভের খোঁজ করেন, তাঁদের জন্য আগামী সপ্তাহেও মিলবে একাধিক সুযোগ। ৭টি নতুন আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে এ সপ্তাহে। ৬টি আইপিও-র লিস্টিং হবে। অর্থাৎ শেয়ার বাজারে অফিসিয়ালি প্রবেশ করবে ওই সংস্থাগুলি।

স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং আইপিও: ৬ থেকে ৮ জানুয়ারি অবধি সাবস্ক্রিপশন চলবে এই আইপিও-র। আইপিও-র মাধ্যমে বাজার থেকে ৪১০ কোটি টাকা তুলবে ওই সংস্থা। এর মধ্যে রয়েছে দেড় কোটি ফ্রেশ শেয়ার। এর প্রাইস ব্যান্ড ১৩৩ থেকে ১৪০ টাকা। ১০৭ শেয়ারের লটে কিনতে হবে বিনিয়োগের জন্য।

কোয়াড্র্যান্ট ফিউচার টেক আইপিও: ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সাবস্ক্রিপশন চলবে। ১ কোটি শেয়ারের মাধ্যমে বাজার থেকে ২৯০ কোটি টাকা তুলবে এই সংস্থা। এর প্রাইস ব্যান্ড ২৭৫ থেকে ২৯০ টাকা।

ক্যাপিটাল ইনফ্রা ট্রাস্ট ইনভিট: ৭ থেকে ৯ জানুয়ারি এই আইপিও কেনার জন্য আবেদন করতে পারবেন। এই আইপিও এনে বাজার থেকে ১ হাজার ৫৭৮ কোটি টাকা তুলবে এই সংস্থা। এর প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ৯৯-১০০ টাকা।

আরও পড়ুন:– তৃণমূল কাউন্সিলার খুনে দুই চক্রীর নাম-ছবি প্রকাশ পুলিশের, সন্ধান দিলেই ২ লক্ষ পুরস্কার

ইন্দোবেল ইনস্যুলেশন আইপিও: ৬ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত এই আইপিও-র সাবস্ক্রিপশন চলবে। প্রতি শেয়ারের দাম ৪৬ টাকা। ২২ লক্ষ ৫ হাজার শেয়ার ছেড়ে ১০ কোটি ১৪ লক্ষ টাকা বাজার থেকে তুলবে এই সংস্থা।

বিআর গয়াল আইপিও: এই সংস্থা আইপিও-র মাধ্যমে ৮৫ কোটি টাকা তুলবে বাজার থেকে। শেয়ারের প্রাইস ব্যান্ড ১২৮ থেকে ১৩৫ টাকা। ৭ থেকে ৯ জানুয়ারি সাবস্ক্রিপশন চলবে।

ডেল্টা অটোকর্প আইপিও: ৫৫ কোটি টাকা তোলার লক্ষ্যে ৭ থেকে ৯ জানুয়ারি সাবস্ক্রিপশন চলবে এই সংস্থার আইপিও-র। শেয়ারের প্রাইস ব্যান্ড ১২৩ থেকে ১৩০ টাকা।

অ্যাভাক্স অ্যাপারেলস অ্যান্ড অর্নামেন্টস আইপিও: ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এই আইপিও-তে লগ্নি করতে পারবেন। ৭০ টাকা প্রতি শেয়ারের দাম। ২.৭৪ লক্ষ শেয়ার ছেড়ে ১.৯২ কোটি টাকা তুলতে চাইছে এই সংস্থা।

এ সপ্তাহে আইপিও-র লিস্টিং:

  • ইন্দো ফার্ম ইক্যুইপমেন্ট ৭ জানুয়ারি, মঙ্গলবার স্টক মার্কেটে পা রাখবে ।
  • লিও ড্রাই ফ্রুটস অ্যান্ড স্পাইসেস-এর লিস্টিং হবে ৮ জানুয়ারি।
  • পরমেশ্বর মেটাল-এর লিস্টিং ৯ জানুয়ারি।
  • ডেভিন সন্স-এর আইপিও বৃহস্পতিবার বাজারে পা রাখবে।
  • ফ্যাবটেক টেকনোলজি স্টক মার্কেটে নাম লেখাবে ১০ জানুয়ারি।

(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষাসংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:– গ্রামীণ এলাকায় দারিদ্রতার হার নেমেছে ৫ শতাংশের নীচে, এসবিআই-এর রিপোর্ট আর কি কি জানাচ্ছে ?

আরও পড়ুন:– রেজিস্ট্রি করে বিক্রি হয়ে গেল খোদ সরকারি জমি ! মালদার ঘটনায় তোলপাড়

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন