Bangla News Dunia, সমরেশ দাস : – কোরনা ভাইরাস এর জন্য আমাদের দেশ তথা সারা বিশ্ব যেখানে কোনো সঠিক পথ পাচ্ছে না কীকরে এর থেকে বেরিয়ে আসবে , আর যাতে নতুন করে কেউ এই মারাত্মক ভাইরাস এর প্রকোপে না পরে তার জন্য রাজ্য তথা ভারত সরকার ও ২১ দিনের লক ডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছেন । আর এর ফলে সবচেয়ে ক্ষতি গ্রস্থ হয়েছেন একেবারে নিচু স্তরের লোকেরা যারা দিন আনে দিন খায় । আমাদের দেশের সরকার থেকে এনাদের জন্য যথা সম্ভব সাহায্য করা হচ্ছে , তাদের চাল, আলু, ও অন্যান্য ভাবেও সাহায্য করা হচ্ছে । এমার্জেন্সি রিলিফ ফান্ড ও বানানো হয়েছে এবং সারা রাজ্য বাসী , যারা বিদেশে থাকেন , কোনো প্রাইভেট সংস্থা , কোনো সেলিব্রিটি , সাধারণ মানুষ সবাই কে অনুরোধ করা হয়েছে যেন সবাই সেখানে সাহায্য করেন ।
[ আরো পড়ুন :- পাকিস্তান ৩.৭ বিলিয়ন ডলার এর লোন চাইলো করোনা মোকাবিলার জন্য ]
এই ডাকে সারা দিয়েছেন প্রচুর মানুষ , কিছু কোম্পানি , ও কিছু সেলিব্রিটি , খেলোয়াড় ও । এই দিন ভারত তথা বিশ্বের ধোনি খেলোয়াড় দেড় মধ্যে একজন মহেন্দ্র সিংহ ধনি যে ৮০০ কোটি টাকার মালিক ১০০ টি দরিদ্র পরিবারের ১৪ দিনের জন্য ১ লক্ষ্য টাকা দান করেছেন । এই খবর বেরোতেই নেটিজেনদের এক অংশ ধোনিকে তুলোধোনা করেছেন । এতো বড় একজন খেলোয়াড় যার এতো সম্পত্তি সে কিকরে এটা করতে পারেন ।
অপর দিকে দেশের আরেক ক্রিকেটের সর্বকালের সেরা সচিন টেন্ডুলকার ৫০ লক্ষ্য টাকা দিয়েছেন আর সৌরভ গাঙ্গুলী ৫০ লক্ষ্য টাকার চাল তুলে দিয়েছেন ।