Bangla News Dunia, Pallab : প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য কলকাতা মেট্রো ব্যবহার করেন। রাস্তার জাম সময় বাঁচাতে অফিস টাইমে প্রতিটা লাইনেই ভিড় থাকে চোখে পড়ার মত। তবে আগে থেকেই জানানো হয়েছিল যে ৮ই ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ বন্ধ রাখা হতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো। এবার সেই মর্মেই এল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের নির্দেশিকা। কবে পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা?
সম্পূর্ণ বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো
যেমনটা জানা যাচ্ছে আগামী ১৩ই ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট লাইনের মেট্রো পরিষেবা। প্রথমে ৮ই ফেব্রুয়ারি থেকে একটানা ২৩শে মার্চ পর্যন্ত অর্থাৎ দেড় মাস গ্রিন লাইন মেট্রো বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই সময়ের মাঝে একদিকে যেমন বইমেলা রয়েছে তেমনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষাও চলবে। তাই একটানা নয়, দু ধাপে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা! নতুন বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প। কী কী সুবিধে মিলবে?
প্রথমে ১৩ তারিখ থেকে ১৬ তারিখ অবধি বন্ধ রাখা হবে গ্রিন লাইন এক ও দুই। এরপর ফের ২০ই ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে। সব মিলিয়ে যেখানে দেড় মাস সার্ভিস বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা আপাতত ৮ দিন করা হয়েছে। তবে এই দিনগুলিতে যাত্রীদের ভোগান্তি শিকার হতে হবে বলে আশা করা হচ্ছে।
কি কারণে বন্ধ থাকবে পরিষেবা?
আসলে দ্বীর্ঘ ৫ বছর ধরে নানা বাঁধা পেনে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ স্টেশন অবধি টানেলের কাজ শেষ হয়ে গিয়েছে। তবে এখনও অল্প কিছু পরীক্ষা হওয়া বাকি আছে, তাই আগামী ১৩ তারিখ থেকে শুরু করে ১৬ তারিখ অবধি মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। এরপর ২০ তারিখ থেকে ২৩ তারিখ অবধি বন্ধ রাখা হবে মেট্রো।
আরো পড়ুন : জানুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়র সম্পর্কে !