৮ হাজারে কাশ্মীর, ৪৫০ টাকায় দিঘা ভ্রমণ ! সস্তায় ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

himachal pradesh tourism

Bangla News Dunia, Pallab : কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশে শুরু হয়েছে পর্যটন মেলা। সেখানে বিভিন্ন রাজ্যের ট্যুর অপারেটররা এসেছেন বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন স্থলে যাওয়ার পাশাপাশি কাশ্মীর, বারাণসী, ত্রিপুরা সহ দেশের সব প্রান্তে ঘুরতে যাওয়ার আকর্ষণীয় অফার পেয়ে যাবেন। আমাদের দেশের ঘুরতে যাওয়ার জায়গার অভাব নেই। কিন্তু খরচের কারণে অনেকেই পিছিয়ে আসনে। বাজেটের কথা মাথায় রেখে বিভিন্ন ট্যুর অপারেটর নিয়ে এসেছেন একাধিক লোভনীয় অফার। কেউ বলছেন ৪৫০ টাকায় দীঘা ঘুরিয়ে আনবেন, কারও অফার মাত্র সাড়ে ৭ হাজার টাকায় কাশ্মীর ভ্রমণ! শুনতে অস্বাভাবিক মনে হলেও এটাই কিন্তু সত্যি। কিন্তু সাড়ে ৭ হাজার টাকায় কাশ্মীর ভ্রমণ কী করে সম্ভব?

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন ৪০,১০০ টাকা ! পোস্ট অফিসের এই স্কিমে এখনই আবেদন করুন

সামান্য খরচে ঘুরে আসুন দীঘা, কাশ্মীর

আসলে এই অফারে ট্রেন ভাড়া যুক্ত করা নেই। আর এই অফারে কাশ্মীর যেতে হলে, গ্রুপ ট্যুর করতে হবে। যে ট্যুর অপারেটর এই লোভনীয় অফার দিয়েছে, তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, যদি ১৪ জন এক সঙ্গে কাশ্মীর যাওয়ার কথা ভাবেন, তবেই এই অফার প্রযোজ্য। এক একটি ঘরে তিনজন করে থাকতে হতে পারে। দাম অনেকটা বাড়বে যদি খাওয়াদাওয়ার দায়িত্ব ট্যুর অপারেটরদের হাতে দিয়ে দেন।

খাওয়া-দাওয়ার ভার সংস্থার হাতে ছাড়লে দিতে হবে আরও ৫ হাজার ২৫০ টাকা। সাড়ে সাত হাজার টাকার এই বেসিক প্যাকেজে ধরা রয়েছে ৭ দিনের হোটেল ও ৬ দিনের গাড়ি ভাড়ার খরচ। এ তো গেল কাশ্মীর। এবার আসা যাক দীঘা ভ্রমণ প্রসঙ্গে। দীঘা মাত্র ৪৫০ টাকায়। কাজের দিনেও যাতে সেখানে পর্যটকদের আনাগোনা নিয়মিত লেগে থাকে, সে জন্য দেওয়া হয়েছিল এই সস্তার একটি অফার।

যে ট্যুর অপারেটর এই অফারটি দিয়েছিলেন, তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, “সোম থেকে বৃহস্পতিবারের জন্য এই অফার চালু করেছিলাম আমরা। এখন তো দীঘায় এমন অফার বহু হোটেল দিচ্ছে। তাতে বহু মানুষ আসছেন। যদি এই অফারের সৌজন্যে কাজের দিনগুলিতে হোটেলগুলি ভালোভাবে চলে, অসুবিধা কোথায়? যাঁরা থাকছেন, তাঁরা সবাই সন্তুষ্টির কথাই জানিয়ে যাচ্ছেন আমাদের।”

আরও নানা জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ

দীঘা, কাশ্মীর ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে আসার সুযোগ পাবেন এই মেলার মাধ্যমে। সর্বত্র অফারের ছড়াছড়ি। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নিজেদের ঘোরার স্বাদ পূরণ করতে পারেন এবং পর্যটন শিল্প আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে, সে জন্য এই ব্যবস্থা।

আরও পড়ুন : দুর্গন্ধজনিত বিভিন্ন শারীরিক সমস্যার জন্য সেরা বায়োকেমিক ঔষধ !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন