1 মাসের জন্য ফ্রি ইন্টারনেট দিচ্ছে, ৩১ শে ডিসেম্বরের আগে এই প্ল্যানটি রিচার্জ করুন

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে ভারতের টেলিকম সংস্থা BSNL। মাত্র ৫০০ টাকার কম দামের দুটি ব্রডব্যান্ড প্লানে এক মাসের জন্য ফ্রি ইন্টারনেট দিচ্ছে BSNL। তবে এই অফারটি পেতে হলে ৩১শে ডিসেম্বরের মধ্যে রিচার্জ করতে হবে।

BSNL-এর ফেস্টিভ অফারের বিস্তারিত তথ্য

BSNL তাদের ফাইবার বেসিক নিও (Fiber Basic Neo) এবং ফাইবার বেসিক ব্রডব্যান্ড প্ল্যানে এক মাসের ফ্রী ইন্টারনেট অফার করেছে। তবে এই প্লানের একটি শর্ত রয়েছে। সেটি হল আপনাকে ন্যূনতম তিন মাসের জন্য এই প্ল্যান নিতে হবে। এই অফারটি প্রযোজ্য হবে ৩১শে ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত। রিচার্জের জন্য নির্ধারিত তারিখের আগে এই প্ল্যান দিলে ফ্রি ইন্টারনেটের সুবিধা পাওয়া যাবে।

আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?

ফাইবার বেসিক নিও (Fiber Basic Neo) প্ল্যানের সুবিধা

BSNL-এর ফাইবার বেসিক নিও (Fiber Basic Neo) প্ল্যানে যে সমস্ত সুবিধাগুলি মিলছে সেগুলি হল-

  • মূল্য- ৪৪৯/- টাকা প্রতি মাসে
  • ডেটা- মাসে ৩.৩ TB বা ৩৩০০ GB ডেটা
  • ইন্টারনেটের গতি- ৩০ MBPS পর্যন্ত (ডেটা শেষ হলে গতি কমে হবে ৪ MBPS)
  • কলিং সুবিধা- আনলিমিটেড লোকাল ও STD কলের সুবিধা মিলবে
  • অতিরিক্ত সুবিধা- ৩ মাসের জন্য রিচার্জ করলে ৫০/- টাকা ছাড় পাওয়া যাবে

ফাইবার বেসিক প্ল্যানের সুবিধা 

BSNL-এর ফাইবার বেসিক প্ল্যানে যে সমস্ত সুবিধাগুলি মিলবে সেগুলি হল-

  • মূল্য- ৪৯৯/- টাকা প্রতি মাসে
  • ডেটা- মাসে ৩.৩ TB বা ৩৩০০ GB ডেটা
  • ইন্টারনেটের গতি- ৫০ MBPS পর্যন্ত (ডেটা শেষ হলে গতি কমে হবে ৪ MBPS)
  • কলিং সুবিধা- যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা মিলবে
  • অতিরিক্ত সুবিধা- ৩ মাসের জন্য রিচার্জ করলে ১০০/- ছাড় পাওয়া যাবে

আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?

কিভাবে অফারটি উপভোগ করবেন?

এই অফারটি পেতে হলে BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ BSNL স্টোর থেকে এই প্লানটি রিচার্জ করতে হবে। নূন্যতম ৩ মাসের জন্য রিচার্জ করলে ফ্রি ইন্টারনেটের সুবিধা মিলবে। রিচার্জ করার সময় আপনাকে ছাড়ের সুবিধাও দেওয়া হবে।

আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?

গ্রাহকদের জন্য বিশেষ বার্তা

যে সমস্ত গ্রাহক কম দামে বেশি ডেটা এবং উচ্চগতির ইন্টারনেট পেতে চান তাদের জন্য BSNL-এর এই অফারটি দারুন একটি সুযোগ। এছাড়া আনলিমিটেড কলের সুবিধা এবং ফ্রি ইন্টারনেটের অফার মধ্যবিত্ত গ্রাহকদের জন্য বিশেষভাবে উপযোগী। 

৩১ শে ডিসেম্বরের মধ্যে BSNL-এর এই প্ল্যান রিচার্জ করলে ১ মাসের ফ্রি ইন্টারনেটের সুবিধা পাওয়া যাবে। তাই এই উৎসবের মরশুমে আপনাদের বাড়ি বা অফিসের জন্য ইন্টারনেট দরকার হলে BSNL-এর এই অফারটি মিস করবেন না।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন