Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জাল পাসপোর্ট-কাণ্ডে উত্তাল রাজ্য ৷ ইতিমধ্যে, এক এসআই-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ এবার ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানানোর অভিযোগে গ্রেফতার হলেন এক ল’ক্লার্ক ৷ ধৃতের নাম সমীর দাস ৷ জানা গিয়েছে, তাঁর এক ছেলে পুলিশকর্মী ৷
পুলিশ সূত্রে খবর, টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দিতেন বারাসতের নবপল্লির বাসিন্দা এই ব্যক্তি ৷ দীর্ঘদিন ধরে বাড়িতে থেকেই তিনি এই চক্র চালাচ্ছিলেন বলে অভিযোগ ৷ গ্রেফতারির পর নিজেকে ল’ক্লার্ক বলে দাবি করেছেন সমীর দাস ৷ তবে, তিনি কোনও ল’ক্লার্ক নন বলে পালটা দাবি করেছে পশ্চিমবঙ্গ ল’ক্লার্ক অ্যাসোসিয়েশন ৷
মঙ্গলবার গভীর রাতে পুলিশের একটি দল উত্তর 24 পরগনার বারাসতের ওই বাড়িতে হানা দেয় ৷ সেখানে রাতভর সমীর দাসকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ৷ তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি মেলায়, বুধবার সকালে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ ৷
আরও পড়ুন:– পশ্চিমবঙ্গে নতুন ভোটার তালিকা। এক ক্লিকে PDF Download করে নিন
পুলিশ সূত্রে খবর, এই ভুয়ো পরিচয়পত্র তৈরি করার জন্য রেট চার্ট বানিয়েছিলেন সমীর দাস ৷ সূত্রের খবর, ভুয়ো আধার কার্ড তৈরিতে 15 হাজার, নকল জন্ম শংসাপত্র বানাতে 12 হাজার টাকা ও প্যান কার্ড তৈরি করতে 5 হাজার টাকা নিতেন তিনি ৷ ধৃতের মোবাইল থেকে এই সংক্রান্ত বহু তথ্য উদ্ধার হয়েছে ৷
কীভাবে এই জাল পরিচয়পত্র বানাতেন ল ‘ক্লার্ক’?
পুলিশ সূত্রে খবর, বছর দু’য়েক আগে বারাসতের নবপল্লির বাড়িতেই সমীর দাস অস্থায়ীভাবে একটি ‘তথ্য মিত্র’ কেন্দ্র তৈরি করেছিলেন ৷ সেখান থেকেই তিনি প্রচার করতেন অল্প টাকার বিনিময়ে যাবতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়া হবে ৷ মূলত ওপার বাংলা থেকে এপারে আসা বাংলাদেশিদের টার্গেট করতেন সমীর ৷ তাঁদের সঙ্গে যোগাযোগ করে টাকার বিনিময়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দিতেন ৷
সমীর দাসের বাড়িতে স্ত্রী ও দুই ছেলে রয়েছেন ৷ তাঁদের মধ্যে এক ছেলে পুলিশে চাকরি করেন ৷ অন্যজন দাঁতের ডাক্তার ৷ এমনটাই দাবি করেছেন স্থানীয়রা ৷ এরকম একটি পরিবারের সদস্য হয়ে ওই ব্যক্তি ভুয়ো পরিচয়পত্র বানানোর চক্রে জড়িত ! এই ঘটনা জানাজানি হতেই হতবাক পড়শিরা ৷
পুলিশ অভিযুক্ত সমীরকে নিজেদের হেফাজতে নিয়ে চক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজ পেতে চাইছে ৷ কে বা কারা ভুয়ো পরিচয়পত্র বানাতে সাহায্য করতেন সমীরকে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ এই চক্রে সরকারি দফতরের কোনও আধিকারিক জড়িত রয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে ৷
আরও পড়ুন:– ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
আরও পড়ুন:– কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025