Bangla News Dunia, Pallab : কুয়াশাময় শীতের সকালে সবে ঘুম ভেঙেছে বঙ্গবাসীর। কেউ কেউ তখনও ঘুমিয়ে। মঙ্গলবার সকালে ঠিক এমন আবহেই ভূমিকম্প। নেপালে তীব্র ভূমিকম্পের কারণে কাঁপল পশ্চিমবঙ্গও। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার পর কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও। শুধু কলকাতা নয়, রাজ্যের অন্য জেলা গুলিতেও কম্পন টের পাওয়া গিয়েছে। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন:– ‘এত নীচে নামবে…’, বিজেপি নেতার মন্তব্যে কান্নায় ভেঙে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী
বাংলার কোথায় কোথায় কম্পন ?
কলকাতায় সাতসকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও টের পাওয়া গিয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গের জেলা গুলিতেও কম্পন অনুভূত হয়েছে। মালদা-সহ বিভিন্ন জেলায় কম্পন টের পাওয়া গিয়েছে বলে খবর।
নেপালের উত্তর-পূর্বে লবুচে এলাকায় ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে তীব্রতা ৭.১। নেপালে সকাল ৬টা ৩৫ মিনিটে কম্পন অনুভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। সকাল ৬টা ৩৫ মিনিটের পর ১ ঘণ্টায় ৬ বার ভূকম্প অনুভূত হয়েছে। নেপাল ভূমিকম্প প্রবণ এলাকা। অতীতে একাধিক ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছে এই দেশ। নেপালে অতীতের সেই সব ভয়ঙ্কর স্মৃতি ফিরল মঙ্গলবার সকালে। ভূমিকম্পের আতঙ্কে নেপালে ঘর ছেড়ে রাস্তায় বহু মানুষ। এখনও হতাহতের কোনও খবর নেই।
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025