1GBPS স্পিড ! Airtel, VI কে টেক্কা দিয়ে 5.5G আনছে JIO

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : নতুন বছর শুরু হতে না হতেই ফের একবার বিরাট চমক দিল রিলায়েন্স Jio। এখনও অবধি যেখানে কিছু টেলিকম সংস্থা 5G পরিষেবা অবধি শুরু করতে পারেনি সেখানে জিও কিনা 5.5G পরিষেবা চালু করতে চলেছে! শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আর এই নতুন নেটওয়ার্কের স্পিড সম্পর্কে শুনলে আকাশ থেকে পড়বেন আপনিও। আপনিও যদি জিও-র গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি রইল শুধুমাত্র আপনার জন্য।

আরও পড়ুন:– বুদ্ধি কম থাকলে কি কেউ মা হতে পারবে না? কেন এমন প্রশ্ন তুলল বম্বে হাইকোর্ট ?

বড় চমক Jio-র

আসলে OnePlus 13 সিরিজ লঞ্চ ইভেন্টের সময়, অত্যাধুনিক 5.5G প্রযুক্তির ব্যবহার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল। সংস্থার সিনিয়র গ্লোবাল পিআর ম্যানেজার জেমস প্যাটারসন এই প্রযুক্তি সম্পর্কে বিশদে জানিয়েছেন। এই বিশেষ প্রযুক্তিটি OnePlus13 সিরিজে ব্যবহার করা হয়েছে। দাবি করা হচ্ছে, নতুন এই প্রযুক্তির সাহায্যে হাইস্পিডের ইন্টারনেট পাওয়া যাবে, যা বাকি স্মার্টফোনে নেই। এমন পরিস্থিতিতে প্রশ্ন জাগে, 5.5G প্রযুক্তি কী? আর এর সঙ্গে Jio-র কী সম্পর্ক?

প্রযুক্তিগত ভাষায়, এটি তিনটি ভিন্ন নেটওয়ার্ক সেল ব্যবহার করবে যা একাধিক টাওয়ারের সঙ্গে একযোগে সংযোগ স্থাপন করতে পারে, দ্রুত সংযোগ সরবরাহ করে। সোজা ভাষায় বললে 5.5G প্রযুক্তি 5G-র আপগ্রেডেড ভার্সন। এটি 5G অবকাঠামোর উপর নির্মিত। এতে নেটওয়ার্ক উন্নত হবে। এই প্রযুক্তিতে 1GBPS পর্যন্ত ডাউনলোড স্পিড এবং 1GBPS পর্যন্ত আপলোড স্পিড পাওয়া যাবে। এছাড়াও 5.5G-তে বিল্ট-ইন ইন্টেলিজেন্সের দারুণ ফিচার পাওয়া যাবে। অনেক দেশ এই প্রযুক্তি নিয়ে কাজ করছে।

Jio-র 5.5G

5.5G কে 5G-অ্যাডভান্সডও বলা হয়। এই প্রযুক্তি উন্নত গতি, দুর্দান্ত নেটওয়ার্ক এবং এআই ভিত্তিক সংযোগ সরবরাহ করবে। বাণিজ্যিকভাবে 5G অ্যাডভান্সড রোলআউট করা হচ্ছে। এই নতুন প্রযুক্তি ব্যবহার করছে হুয়াওয়ে। সংস্থার দাবি, এই নেটওয়ার্ক দশ গুণ বাড়ানো যাবে। এটি 10GBPS-এর ডাউনলিংক রেট এবং 1GBPS আপলিঙ্ক দেয়।

আরও পড়ুন:– ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে আত্মসাৎ 100 কোটি, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন