Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন বছরে ফের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু করছে সিপিএম । তবে, সিপিএমের ডাকে নয় । কৃষক, শ্রমিক, খেতমুজর ও বস্তি সংগঠনের ডাকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে । আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠক ছিল ৷ মঙ্গলবার বৈঠকের দ্বিতীয় দিনে ব্রিগেড সমাবেশ আয়োজনের বিষয়টি ঠিক হয়েছে ।
আগামী 20 এপ্রিল ব্রিগেডে সমাবেশ অনুষ্ঠিত হবে । সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু বলেন, “গরিব মানুষের পেটে লাথি মেরেছে তৃণমূল-বিজেপি । তাই, গরিব মানুষকে এককাট্টা করে হক আদায়ের জন্য ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে ।”
কিন্তু, প্রশ্ন অন্য জায়গায় । শেষবার ছাত্র-যুবদের সামনে রেখে ব্রিগেড সমাবেশ করেছিল সিপিএম । সেই সমাবেশে অন্যতম মুখ ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ সেই সমাবেশে মাঠ ভরলেও ভোটবাক্স ভরেনি । 2007 সাল থেকে বঙ্গে সিপিএম তথা বামেদের রক্তক্ষরণ শুরু হয়েছে । সেই পরিস্থিতির পরিবর্তন হয়নি এখনও ৷
আরও পড়ুন:– ওভারহেড ইলেকট্রিক তারের ওপর শুয়ে পড়েও অদ্ভুত রক্ষা যুবকের, কিভাবে সম্ভব ?
ক্রমশ কৃষক, শ্রমিক, খেতমুজর-রা মুখ ফিরিয়েছে বামেদের থেকে । এবার তাঁদের পাশে পেতে কাছে পেতে চাইছেন মহম্মদ সেলিম-বিমান বসুরা । এই কারণেই সিপিএম সরাসরি ব্রিগেডের ডাক না দিয়ে কৃষক, শ্রমিক, খেতমুজর সংগঠনের ডাকে সমাবেশের আয়োজন করতে চলেছে ।
যদিও এই যুক্তি মানতে নারাজ অনাদি সাহু । তাঁর যুক্তি, মোদি-মমতার আমলে সব থেকে বেশি খারাপ অবস্থা গরিব মানুষের ৷ তাঁরা হক আদায় পথে নামবেন । সূত্রের খবর, এই ব্রিগেড সমাবেশে বামফ্রন্ট বা অন্য সহযোগী বাম বা তৃণমূল-বিজেপি বিরোধী সংগঠন অফিসিয়ালি থাকবে না । কিন্তু, পাশে বা সহযোগী হলে আপত্তি নেই । সিপিএমের কৃষক, শ্রমিক, খেতমুজর ও বস্তি সংগঠন অফিসিয়ালি সমস্ত কিছু আয়োজন করবে । অনাদি সাহু বলেন, “আমাদের চার সংগঠনের অফিসিয়াল কর্মসূচি । এখনও পর্যন্ত বামফ্রন্ট বা বৃহৎ বাম ঐক্যের সঙ্গে আলোচনা হয়নি ।”
অন্যদিকে, সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠক বর্ষ শেষ-নতুন বছরের শুরুতে আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে । সূত্রের খবর, বৈঠকে দক্ষিণ কলকাতার এক নেতা বলেন, ‘এখন সাধারণ মানুষ উৎসবে আছেন । এই মুহূর্তে তাঁদের সঙ্গে জনসংযোগ প্রয়োজন । তা না করে বৈঠক কেন ?’
যদিও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম পালটা সেই নেতার প্রশ্নের উত্তর দিয়েছেন । এছাড়াও, মহিলা সাংবাদিককে হেনস্তার অভিযোগে পার্টি থেকে সাসপেন্ড হওয়া উত্তর 24 পরগনার নেতা তন্ময় ভট্টাচার্যকে নিয়ে প্রশ্ন ওঠে । কেন তাঁকে সাসপেন্ডের পর, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে ফের সাসপেন্ডের কারণ কী জানতে চান অনেকে ?
সূত্রের দাবি, সেই বিষয়েও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ব্যাখ্যা দেন । পার্টির আইসিসি ব্যাখ্যা করেন । একইভাবে দক্ষিণ 24 পরগনা জেলা সম্মেলন পর্বে প্যানেল থেকে 18 জনের নাম প্রত্যাহারের বিষয়টি রাজ্য কমিটি দেখবে বলেও মুজাফফর আহমেদ ভবন সূত্রের দাবি ।
আরও পড়ুন:– ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান
আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025