Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সবচেয়ে কম 20 টাকার রিচার্জে চালু থাকবে সিম কার্ড ৷ গ্রাহকদের স্বার্থে এই নিয়ম চালু করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি (ট্রাই) অফ ইন্ডিয়া ৷ এই নিয়মে অনেকটাই স্বস্তি পেয়েছন গ্রাহকরা । ট্রাইয়ের নিয়মে উল্লেখ করা হয়েছে, Jio, Airtel, Vodafone-Idea বা BSNL-টেলিকম ব্যবহারকারীরা মাত্র 20 টাকার প্রিপেইড রিচার্জের মাধ্যমেও তাদের সিম কার্ড সক্রিয় রাখতে পারবেন ৷
TRAI-এর নিয়ম
জিও, এয়ারটেল, ভিআই এবং বিএসএনএল-এর গ্রাহকদের রিচার্জ ভ্যালিডিটি শেষ হওয়ার পর সিম কার্ড চালু রাখার জন্য সংশ্লিষ্ট সংস্থার নুন্যতম প্ল্যান কিনতে হয় ৷ এই নিয়মে মাত্র 20 টাকায় সিমকার্ড চালু রাখা যাবে ৷ গ্রাহকদরে খরচ আগের থেকে অনেক কমবে ৷ টেলিকম সংস্থাগুলিকে এই নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে TRAI ৷
রিচার্জ ভ্যালিডিটি শেষ হওয়ার পর 90 দিন সেটি রিচার্জ না করলে কিংবা ভয়েস, ডেটা, এসএমএস পরিষেবা ব্যবহার না করলে সেটি ডিঅ্যাক্টিভ হয়ে যায় ৷ এমনকি টেলিকম অপারেটর সংশ্লিষ্ট ব্যক্তির নামে জারি হওয়া সিমকার্ডও অন্যকাউকে ইস্যুকরতে পারে ৷ ট্রাইয়ের নিয়মে এই সময়সীমা আরও 30দিন বাড়ানো হয়েছে ৷ এরজন্য গ্রাহকদের কমপক্ষে 20 টাকার রিচার্জ করতে হবে ৷
এখন TRAI-এর নিয়ম অনুসারে, সবচেয়ে কম 20 টাকার রিচার্জে সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর প্রিপেইড নম্বরটি পরবর্তী 30 দিনের জন্য সক্রিয় রাখতে পারেন । এখন 90 দিন পরে, প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে 20 টাকা কেটে নেওয়া হবে ৷ সেইসঙ্গে সিম কার্ডের বৈধতা পরবর্তী 30 দিনের জন্য বাড়ানো হবে । এক্ষেত্রে যদি পর্যাপ্ত ব্যালেন্স না থাকে, তবে টপ আপ রিচার্জের জন্য 15 দিনের গ্রেস পিরিয়ড পাবেন গ্রাহকরা । এর পরেও যদি রিচার্জ না করা হয় তবে সেই নম্বরটি ডিসকানেক্ট করা হবে ৷ টেলিকম কোম্পানি সিম কার্ডটি বন্ধ করে দিতে পারেন ।
2013 সালের মার্চ মাসে নিয়মটি শুরু হয়েছিল
প্রসঙ্গত, TRAI 2013 সালের মার্চ মাসে এই নিয়মের কথা উল্লেখ করেছিল ৷ ভারতীয় টেলিকম সংস্থাগুলির বিরুদ্ধে এই নিয়ম অনুসরণ না করার অভিযোগ ওঠে ৷ ব্যবহারকারীরা তাদের সিমকার্ড সক্রিয় রাখতে বাধ্য হয়ে বেস প্ল্যান প্ল্যান কিনতেন । গ্রাহকদের খরচ হত বেশি ৷ এবার গ্রাহকদের সুবিধা হবে ৷ সমস্ত টেলিকম সংস্থাকে এই নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে ট্রাই ।
আরও পড়ুন:– আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন? এক ক্লিকে দেখে নিন
আরও পড়ুন:– অজানা উপসর্গে পরপর ১৭ মৃত্যু, নমুনায় বিষের হদিশ, কী হচ্ছে কাশ্মীরের এই গ্রামে?