2000-র পর এবার বাজারে আসতে চলেছে 5000 টাকার নোট ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : এখন বর্তমানে ভারতবর্ষের সবথেকে বড় মুদ্রা হল 500 টাকার নোট । কেননা ভারত সরকার কয়েক বছর আগে 500 টাকার থেকে বড় 2000 টাকার নোট বার করেছিল বটে, কিন্তু সেটা এখন আর বাজারে চলে না, বাতিল করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে গত সেপ্টেম্বর মাসে। মূলত সেই সমস্ত কারণের জন্যই সরকার যেবার আরো উচ্চ মূল্যের নোট ব্যবস্থা চালু করতে পারে সে কথা ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়।

এমনকি সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটা খবর ছড়িয়েছে যে, রিজার্ভ ব্যাংক নাকি এবার 5000 টাকার নোট বাজারে আনতে চলেছে খুব শীঘ্রই। এই কথাটার মধ্যে যে কতটা সত্যতা রয়েছে ? সে কথা আমরা এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। চলুন দেখে নিন সম্পূর্ণ জিনিসটা –

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

সত্যি কি আসতে চলেছে 5000 টাকার নোট :

এখন বর্তমানে অনেকেই জানেন না যে, 1947 সালে যখন দেশ স্বাধীন হয় তখন দেশে 5000 এবং 10,000 টাকার নোট ব্যবস্থা চালু ছিল। চালু হয়েছিল 1958 সালে এবং তারপরে 1978 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই সমস্ত নোট গুলিকে বাজেয়াপ্ত করে নিয়েছিলেন। এরপর থেকে ভারতে উচ্চমূল্যের নোট হিসেবে ছিল 1000 টাকা কিন্তু বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2016 সালে নোট বদলের পর চালু করেছিলেন 2000 টাকার নোট। কিন্তু সেটাও পরবর্তী সময়ে বাজেয়াপ্ত করে নেওয়া হয়।

কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা খবর ছড়িয়েছে যে, ভারত সরকার খুব শীঘ্রই বাজারে 5000 টাকার নোট চালু করতে চলেছে। মূলত যবে থেকে বাজারে 2000 টাকার নোট বাতিল হয়, তারপর থেকে এই খবরটা আরো জোরালো হয়ে গিয়েছে। এই নিয়ে অবশ্য এখনো পর্যন্ত রিজার্ভ ব্যাংক কোনো রকম অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

5000 টাকার নোট নিয়ে RBI এর বক্তব্য :

ভারতের রিজার্ভ ব্যাংক এখন বর্তমানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ভারতীয় বাজারে এখন আপাতত 5000 টাকার নোট চালু করার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। রিজার্ভ ব্যাংকের মতে বর্তমান ভারতে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা এবং 500 টাকার নোটই ভারতের বাজারে অর্থনৈতিক দিক সামাল দিতে যথেষ্ট কার্যকরী। এছাড়াও এখন দিন দিন যেভাবে ভারত ডিজিটাল হয়ে উঠছে এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার এতই বাড়াচ্ছে তারপরে ফিজিক্যাল নোটে ব্যবহার দিন দিন ক্রমশ কমেই আসছে।

জনগণের উদ্দেশ্যে RBI এর সতর্কবার্তা :

ভারতীয় রিজার্ভ ব্যাংক এখন জনগণকে সতর্কবার্তা দিয়ে জানিয়ে দিয়েছে, কোনরকম ভ্রান্ত গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারের তরফ থেকে প্রকাশ করা সঠিক বিজ্ঞপ্তিতে চোখ রাখবেন। যে সমস্ত খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে সেগুলো সব সময় সঠিক না হতেও পারে।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন