2022 সালের প্রাথমিক নিয়োগে 9533 জনের মেধাতালিকার পরিবর্তন হবে? হাই কোর্ট কি বললো, জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

High Court

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  2022 সালের প্রাথমিক নিয়োগের মেধাতালিকায় হতে পারে পরিবর্তন ৷ এমনই ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট । আজ 40 জন ডিএলএড উত্তীর্ণের স্থান নম্বরের ভিত্তিতে তালিকায় কোথায় হবে, তা জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা ।

2022 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় মোট 11,758টি শূন্যপদ ছিল । সেই নিয়োগে সুপ্রিম কোর্ট অনুমতি দেওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ 9,533 জনের মেধাতালিকা প্রকাশ করে । কিন্তু সেই মেধাতালিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সুমন্ত কোলে-সহ 40 জন ডিএলএড উত্তীর্ণ চাকরিপ্রার্থী । যাঁদের মূল প্রশ্ন ছিল, তাঁদের বিএড ডিগ্রি বাতিল হলেও পরে তাঁরা যে ডিএলএড ডিগ্রি পাশ করেছিলেন সেটাকে কেন মান্যতা দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ ?

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

বিচারপতি রাজা শেখর মান্থা চলতি বছরের 2 ফেব্রুয়ারি নির্দেশ দিয়েছিলেন যে, যাঁদের দুটো ডিগ্রিই আছে সেই প্রার্থীরা বিএড ডিগ্রি থেকে ডিএলএড ডিগ্রিতে সুইচ ওভার করতে পারবেন । কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল আদালতে যুক্তি দিয়ে বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ 9,533 জনকে মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করে দিয়েছে । অন্যদিকে, আরও 2,108টি শূন্যপদের বিষয়ে একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে । তাহলে এঁদেরকে কোন তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে ? এই বিষয়েই আগামী বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে আদালতে জানাতে নির্দেশ দেন বিচারপতি রাজা শেখর মান্থা ।

প্রসঙ্গত, 2022 সালের নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হয়েছিল, সেই সময় বিএডকে যোগ্য হিসাবে বিবেচনা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ । কিন্তু সুপ্রিম কোর্ট বিএড ডিগ্রিকে মান্যতা না-দিয়ে ডিএলএড ডিগ্রিকে মান্যতা দেয় । ফলে সমস্যায় পড়েন বহু চাকরিপ্রার্থী । অনেকেরই দাবি, তাঁরা নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার সময় ডিএলএড না-থাকলেও পরে সেই ডিগ্রি অর্জন করেছেন । কিন্তু তাঁদের সেই ডিগ্রিকে মান্যতা দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ । এই সংক্রান্ত মামলা এখনও শীর্ষ আদালতে বিচারাধীন রয়েছে ।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন