2025 সাল থেকে আমূল বদলে যেতে চলেছে মোবাইল ফোনের নিয়ম কানুন! মোবাইলের খরচ কমবে নাকি বাড়বে? দেখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

mobile

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মূল্যবৃদ্ধির বাজারে জীবনযাপন করা যেখানে কঠিন হচ্ছে সেখানে মোবাইল ফোনের নতুন নিয়ম (Mobile Rule) আমজনতার জন্য নতুন চিন্তার কারণ হল? শোনা যাচ্ছে, আগামী ২০২৫ সালের শুরু থেকেই মোবাইল ফোনের নিয়ম আমূল বদলে যেতে চলেছে। বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ট্রাই (Telecom Service Rule). এখন প্রশ্ন হচ্ছে, মোবাইল ফোনের কোন নিয়ম বদলাতে চলেছে? আর এই নিয়ম বদলের ফলে কতটা প্রভাবিত হবেন সাধারণ মানুষ? আগামী বছরের আরম্ভ থেকে ভারতীয় জনসাধারণের জন্য বেশ কিছু বড় নিয়ম চালু হতে চলেছে। প্রশ্ন উঠছে, মোবাইল ফোনের খরচ কমবে না বাড়বে? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Mobile Rule Change From 2025

মোবাইল ফোনের নতুন যে নিয়ম (Mobile Rule) চালু হতে চলেছে সেই নিয়ম জনসাধারণের জন্য স্বস্তির বার্তা আনবে। কারণ টেলিকম সংস্থা খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। পদক্ষেপ গৃহীত হবে আগামী বছর থেকেই। পদক্ষেপ নেওয়া হবে স্প্যাম কল, জাল বার্তা এবং প্রতারণামূলক কার্যকলাপ আটকানোর পক্ষে। সূত্রের খবর, যাতে জনসাধারণের সুবিধা হয়, তার জন্য মোবাইলের মাধ্যমে করতে থাকা প্রতারণামূলক কার্যকলাপ, জাল বার্তা এবং স্প্যাম কল রোধে প্রয়োজনীয় পদক্ষেপ দেবে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)।

সেক্ষেত্রে যা জানা যাচ্ছে, আগামী 1 জানুয়ারী, 2025 থেকে কার্যকর হতে পারে নতুন নিয়ম। প্রধানত, এই পরিবর্তনগুলি গ্রাহক সুরক্ষা বাড়ানোর লক্ষ্যে গৃহীত হবে। সেক্ষেত্রে ভারতের প্রথম সারির টেলিকম সংস্থাগুলি যেমন রিলায়েন্স Jio, Airtel, Vodafone-Idea (VI) এবং BSNL-এর মতো টেলিকম কোম্পানির উপর বড় প্রভাব ফেলতে পারে।

 

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

আরো পড়ুন:- লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ল! মাসে পাবেন 2000 টাকা! নতুন করে আবেদন করতে হবে। কিভাবে? জেনে নিন

স্প্যাম কল এবং বার্তা রোধ করতে ব্যবস্থা

টেলিকম রেগুলেটরি সংস্থার তরফ থেকে কার্যকর হতে চলা নতুন নিয়মের প্রাথমিক লক্ষ্য হল যাতে একজন মোবাইল ব্যবহারকারীর কাছে প্রতিনিয়ত আসতে থাকা অযাচিত এবং প্রতারণামূলক কল এবং বার্তাগুলি আটকে দেওয়া বা কমিয়ে দেওয়া। যাতে ব্যবহার কারীদের ব্যক্তিগত এবং আর্থিক নিরাপত্তা সঠিক থাকে। তাঁরা কোনভাবে ক্ষতিগ্রস্ত না হন। কারণ, অনেক সময়ই দেখা যায় যে, এই স্প্যাম বার্তাগুলির মধ্যে অনেকগুলি এমন নম্বর আছে, যেগুলি কিনা রেজিস্টার্ড নয়, ভোক্তাদের জন্য প্রতিনিয়ত এই বার্তাগুলি সমস্যা সৃষ্টি করে৷

স্প্যাম-ফিল্টারিং সিস্টেম চালু হতে চলেছে

জানা যাচ্ছে টেলিকম রেগুলেটরি সংস্থার নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে টেলিকম অপারেটর দের জাল বা ক্ষতিকারক বার্তাগুলিকে বন্ধ অথবা ফিল্টার করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেগুলি বাস্তবায়িত করা হবে। মোটামুটি, সিস্টেমগুলি সাহায্য করবে যে একজন গ্রাহকের কাছে যাতে অযাচিত বা প্রতারণা মূলক বিষয়বস্তু না আসে আর সেগুলি রোধ করা সম্ভব হয়।

কেন এই নিয়মগুলি চালু করা হচ্ছে?

প্রধানত গ্রাহকদের আর্থিক ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে চিন্তা করে এই নিয়মগুলি চালু করার পথে টেলিকম রেগুলেটারি সংস্থা। স্ট্যামারদের সমস্ত ধরনের অবৈধ কাজ বন্ধ করার জন্য পদক্ষেপটি গ্রহণ করা খুব জরুরী।‌ আশা করা হচ্ছে, টেলিকম সংস্থা এই নতুন নিয়ম কার্যকর করলে পরিষেবার প্রতি ভোক্তাদের আস্থা আরো কিছুটা বেড়ে যাবে। আপাতত যে খবর মিলছে, মোবাইলের এই নতুন নিয়মগুলি চলতি মাস তথা নভেম্বর 2024-র জন্য পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু এ সময় সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI) নতুন নিয়ম কার্যকর করার জন্য কিছুটা সময়-ও চেয়ে নেয় ট্রাই। টেলিকম সংস্থাগুলির বক্তব্য যে, তাড়াহুড়ো করে নিয়মগুলি বাস্তবায়নের পরিবর্তে, ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ‌

মোবাইলের খরচ কমবে না বাড়বে?

প্রধানত গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে নতুন পদক্ষেপগুলি গ্রহণের পথে টেলিকম রেগুলেটরি সংস্থা (TRAI). এখানে মোবাইলের খরচ বৃদ্ধি কিংবা কম নিয়ে আলাদা করে কোন কথা বলা হয়নি। চলতি বছরে দেখা গিয়েছে মোবাইলের খরচ বেশ কিছুটা বেড়েছে। আগামী বছর তাতে লাগাম টানা হয় নাকি আবার মোবাইলের খরচ বাড়ে, সে বিষয়ে জানতে হলে গ্রাহকদের অপেক্ষা করতে হবে।

 

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন