25 বছর বাদে পদ্ম ফুটছে দিল্লিতে! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়, দ্বিতীয় স্থানে কোন দল ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিল্লি বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষায় চমক। প্রায় একদশক পর আপ সরকারের পরাজয় হতে চলেছে বলে দাবি বেশিরভাগ সমীক্ষার। প্রায় সবাই বলেছে, সিকি শতক পর আবারও দিল্লিতে সরকার গড়বে বিজেপি। দ্বিতীয় স্থানে থাকবে এতদিন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালিয়ে আসা আপ। কংগ্রেস থাকবে তিন নম্বরে ।

কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

  • পি-মার্কের সমীক্ষা বলছে, বিজেপি যাদুসংখ্যা 36 পেরিয়ে 39-49টি আসন পাবে। আপ পাবে 21 থেকে 31টি আসন। আর কংগ্রেস পেতে চলেছে 0 থেকে 1টি আসন ।
  • জেভিসিও মনে করে বিজেপি একাই সরকার গঠন করতে পারবে। তাদের প্রাপ্ত আসন সংখ্যা দাঁড়াবে 39 থেকে 45টির মধ্যে। আপ পেতে পারে 22 থেকে 31টি আসন। কংগ্রেস সর্বোচ্চ দুটি আসন পেতে পারে বলে এই বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে।
  • মাট্রিজের সমীক্ষা আবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছে। তাদের মতে, আপের প্রাপ্ত আসন সংখ্যা হতে চলেছে 32 থেকে 37। বিজেপি পেতে পারে 35 থেকে 40টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে সর্বোচ্চ একটি আসন।
  • চাণক্যও মনে করছে এবার দিল্লিতে পদ্মফুল ফুটছে। 39 থেকে 44টি আসন নিয়ে একাই সরকার গড়বে বিজেপি। আপ পেতে চলেছে 25 থেকে 28টি আসন। কংগ্রেস সর্বোচ্চ তিনটি আসন পেতে পারে বলে উঠে এসেছে এই সমীক্ষায় ।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল স্টাডিজের তরফেও একটি সমীক্ষা করা হয়েছিল। গত জানুয়ারি মাসের 11 তারিখ থেকে 3 ফেব্রুয়ারির মধ্যে 70টি আসনের 63 হাজার 534 জনের সঙ্গে কথা বলেন সমীক্ষকরা। তাঁদের মতে, আপ পাবে 41টি আসন। 29টি আসন পেয়ে দ্বিতীয় হবে বিজেপি । গত দুটি বিধানসভা নির্বাচনের মতো এবারও কংগ্রেসের হাত খালিই থাকবে।

প্রচার থেকে ভোট

70 আসনের বিধানসভা নির্বাচন ঘিরে গত মাস দুয়েক ধরেই সরগরম দেশের রাজনীতি। তিনটি দলই প্রচারে ঝড় তুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি- সকলেই প্রচার করেছেন। আপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে কংগ্রেস এবং বিজেপি দু’পক্ষই।

নির্বাচন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেও লোকসভায় বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের উপর আলোচনা করতে গিয়ে ‘শিসমহল’ শব্দের ব্যবহার করেন প্রধানমন্ত্রী। এভাবে তিনি যে ঘুরপথে কেজরিকেই কটাক্ষ করেছেন তাতে সন্দেহের অবকাশ নেই। অন্যদিকে ভোট শুরুর সময় রাহুলও দিল্লির ভোটারদের বেশি সংখ্যায় বুথে যেতে বলেন। পাশাপাশি জানান, ভোট দেওয়ার সময় মাথায় রাখবেন, কারা দুর্নীতির সঙ্গে জড়িত ।

এমন হাইভোল্টেজ প্রচার শেষে ভোট দিল দিল্লি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে বিকেল পর্যন্ত 58 শতাংশের কাছাকাছি ভোট পড়েছে । এরপরেও খানিকটা সময় ভোট গ্রহণ হয়েছে। সেই বিচারে প্রদত্ত ভোটের হার আরও খানিকটা বাড়বে।

আরও পড়ুন:- ADHD রোগে কমতে পারে আয়ুও, বলছে গবেষণা, জানুন বিস্তারিত

আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন