3 বছর বয়সে মুখস্থ 100 দেশের নাম, বিরল প্রতিভাকে স্বীকৃতি ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বয়স মাত্র তিন । সবেমাত্র মুখে বোল ফুটেছে । তারই মধ্যে সে মুখস্থ করে ফেলেছে 100টি দেশের নাম । তাও মাত্র 1 মিনিট 29 সেকেন্ডের মধ্যে । এই সময়ের মধ্যে বিরল প্রতিভার এই শিশু এক নিঃশ্বাসে 100টি দেশের নাম অনায়াসে বলতে পারে । তাঁর নাম জিসা সরকার । শিশুর বিরল এই প্রতিভাকে স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডস । মেয়ের এই স্বীকৃতি গর্বিত করেছে বসিরহাটের সরকার দম্পতিকে ।

উত্তর 24 পরগনার বসিরহাটের ধান্যকুড়িয়ায় বাড়ি জিসার । বাবা জয়দেব সরকার পেশায় শিক্ষক । মা পায়েল সরকার গৃহবধূ । ছোট্ট থেকেই জিসার মধ্যে জানার আগ্রহ লক্ষ্য করেন দম্পতি । তখনই তাঁরা বুঝতে পারেন মেয়ের মধ্যে কোনও না কোনও প্রতিভা রয়েছে । এরপর, মেয়েকে নিয়ে শুরু হয় সেই প্রতিভা তুলে ধরার পালা । পতাকা দেখে 100টি দেশের নাম বলে দিতে পারে ছোট্ট জিসা । তা বলতে সে সময় নেয় মাত্র 1 মিনিট 29 সেকেন্ড ।

World Wide Book of Records

3 বছরের জিসা সরকার

একমাত্র মেয়ের এই প্রতিভা তুলে ধরতে ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডস-এ নাম পাঠান সরকার দম্পতি । তাতেই সে বিশ্বসেরার খেতাব অর্জন করে । এর আগে মাত্র 1 বছর 10 মাস বয়সে জিসা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম তুলেছিল । তাঁর বিরল এই প্রতিভায় সেই সময় অনেকেই অবাক হয়েছিলেন । এবারও হয়েছেন তেমনটাই !

আরো পড়ুন: চেন্নাইয়ের সেরা ৫ হাসপাতালের তালিকা। দক্ষিণ ভারতে কোন রোগের জন্য কোন হাসপাতাল সেরা? জেনে নিন

চলতি বছরের 18 অক্টোবর জয়দেব মেয়ে জিসার নাম ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড বুকসে পাঠিয়েছিলেন । কর্তৃপক্ষ সে সময় ভিডিয়ো কলের মাধ্যমে পরীক্ষা নেয় ছোট্ট জিসার । সেই পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে সে । তারপরই ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসে নাম ওঠে জিসার । তাঁকে শংসাপত্র ও মেডেল-সহ স্মরক পাঠিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস কর্তৃপক্ষ ।

World Wide Book of Records
মা ও বাাবার সঙ্গে জিসা

মেয়ে বিশ্বসেরা হওয়ায় উচ্ছ্বসিত সরকার দম্পতি । এই বিষয়ে জিসার বাবা জয়দেব সরকার বলেন, “ছোটবেলা থেকে লক্ষ্য করেছি, মেয়ের স্মৃতিশক্তি স্বাভাবিক শিশুদের তুলনায় বেশি কাজ করছে । এক বছর বয়স থেকে ওকে বিভিন্ন দেশের পতাকা চেনাতে শুরু করি । মেয়ের বয়স যখন 1 বছর 10 মাস, তখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ওঁর নাম ওঠে । তারপর ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসে আমরা আবেদন করেছিলাম । তারা পরীক্ষা নিয়েছিল । সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে মেয়ে । আমার ধারণা, প্রতিটি ছেলে-মেয়ের মধ্যে কোনও না কোনও প্রতিভা লুকিয়ে রয়েছে । সেই প্রতিভাকে যেন তাঁদের বাবা-মা কাজে লাগান, এটাই অনুরোধ সকলের কাছে ।

আরো পড়ুন:– 111টি নিত্যব্যবহৃত ওষুধ নিম্নমানের ! কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র ? বিস্তারিত জানুন 

World Wide Book of Records

100টি দেশের নাম মুখস্থ জিসা সরকারের

 

একই সুর শোনা গিয়েছে জিসার মা পায়েল সরকারের গলাতেও । তাঁর কথায়, “ছোট্ট থেকেই আমরা লক্ষ্য করেছি মেয়ের স্মৃতিশক্তি বয়সের তুলনায় বেশি কাজ করছে । ওঁর বাবা বিভিন্ন সময়ে ওকে বিভিন্ন পতাকা দেখিয়ে দেশের নাম মুখস্থ করিয়েছে । মাত্র 1 মিনিট 29 সেকেন্ডের মধ্যে শুধুমাত্র পতাকা দেখেই একশো-টি দেশের নাম বলে দিতে পারে । মেয়ের এই কৃতিত্বে গর্বিত আমরা ।”

World Wide Book of Records

ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডস জিসার

 

ওই দম্পতি আরও বলেছেন,‌ “আমরা চাই মেয়ে আরও বড় হোক । বসিরহাট তথা ধান‍্যকুড়িয়ার নাম উজ্জ্বল করুক ।”

আরো পড়ুন: BMW না চড়ে মারুতি ৮০০, মধ্যরাতের ফোন কলে ‘অ্যাকসিডেন্টাল এফএম’, জানুন অজানা-অচেনা মনমোহনকে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন